ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ফটো সাংবাদিককে অপহরণ ও গুমের অভিযোগ

প্রকাশিত: ০৮:২২, ১১ ফেব্রুয়ারি ২০১৭

রূপগঞ্জে ফটো সাংবাদিককে  অপহরণ ও গুমের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১০ ফেব্রুয়ারি ॥ রূপগঞ্জে মিছিলের বিভিন্ন ধরনের ছবি তুলতে গিয়ে ফটো সাংবাদিক সেলিম মিয়াকে (৩০) অপহরণ ও গুমের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার রাত ৮টায় দৈনিক ইয়াদ সম্পাদক তোফাজ্জল হোসেন জানিয়েছেন, ফটো সাংবাদিক সেলিম মিয়াকে অপহরণ ও গুম করা হয়েছে। এখন পর্যন্ত সেলিম মিয়ার মোবাইল ফোন বন্ধ রয়েছে। তার কোন সন্ধান পাননি তিনি। বিষয়টি জেলা পুলিশ সুপার ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। সেলিম মিয়াকে দ্রুত উদ্ধার বা খুঁজে বের করার দাবি জানান তিনি। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ দাবি করেছেন, সাংবাদিক সেলিম মিয়াকে নিরাপদে রাজধানীর বেরাইত দিয়ে চলে যেতে সহযোগিতা করা হয়েছে। এদিকে, এ ঘটনায় আওয়ামী লীগের দুই পক্ষ থেকে পাল্টা পাল্টি বক্তব্য দেয়া হয়েছে। অপর দিকে, সাংবাদিককে অপহরণ ও গুম করার প্রতিবাদে রাত সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ নেতাকর্মী ও স্থানীয় লোজন কালনি এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে অবস্থান নেন। সেখানে স্লোগান ছিল ‘সাংবাদিকের ওপর নির্যাতন কেন, বিচার চাই, বিচার চাই, প্রশাসনের কাছে জানতে চাই’। এতে করে সড়কের উভয় দিকে চলাচলরত যানবাহন বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের কারণে ভোগান্তির শিকার হন মালবাহী চালক থেকে শুরু করে যাত্রীসাধারণ।
×