ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মানবপাচার চক্রের ছয় সদস্য গ্রেফতার, অপহৃত ১ শিশু উদ্ধার

প্রকাশিত: ০৮:৪৩, ১০ ফেব্রুয়ারি ২০১৭

মানবপাচার চক্রের ছয় সদস্য গ্রেফতার, অপহৃত ১ শিশু উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাবের পৃথক অভিযানে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আন্তর্জাতিক মানবপাচার চক্রের ছয় সদস্য গ্রেফতার, অপহৃত এক শিশু উদ্ধার ও ভুয়া পরিচয়পত্র তৈরির সঙ্গে জড়িত ৬১ জন গ্রেফতার হয়েছে। অপহরণকারীদের কাছ থেকে অস্ত্র-গোলাবারুদ, চেতনানাশক ইনজেকশন ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাওরানবাজারে র‌্যাবের মিডিয়া বিভাগে এক সংবাদ সম্মেলনে বাহিনীটির লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, বুধবার রাতে ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালায় র‌্যাব। অভিযানে গ্রেফতার হয় আন্তর্জাতিক মানবপাচার চক্রটির হোতা জাকির হোসেন (৫৫) ও তার স্ত্রী মর্জিনা বেগম ওরফে বানেছা এবং চক্রের সদস্য টিটু (২৯), মোহাম্মদ হোসেন সাগর ওরফে বেলু ওরফে দেলু (২২), জেসমিন বেগম (৩৭) এবং আসলাম ওরফে আলামিন (২৮)। উদ্ধার করা হয়েছে বায়েজীদ (৮) নামের এক শিশুকে। তার শরীরের বিভিন্ন জায়গায় অচেতন করার ইনজেকশন দেয়ার ক্ষত রয়েছে। তাকে প্রায় ২১ দিন আটকে রেখেছিল গ্রেফতারকৃতরা। র‌্যাবের এই কর্মকর্তা জানান, দলটিতে ১০ থেকে ১৫ জন সদস্য রয়েছে। তারা রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, নারায়ণগঞ্জ ও চিটাগাং রোডসহ বিভিন্ন জায়গায় শিশু অপহরণ করতো। তারা বাস টার্মিনাল, লঞ্চ ঘাট ও রেল স্টেশনে বেশি তৎপর। তারা যাত্রীবেশে এসব এলাকায় ঘুরে বেড়ায়। এদিকে বুধবার গভীররাতে রাজধানীর পল্লবী থেকে ভুয়া পরিচয়পত্র বানানোর সঙ্গে জড়িত ৬১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর একটি দল। গ্রেফতারকৃতরা ভুয়া পরিচয়পত্র তৈরি করে মোবাইলফোনের সিমকার্ড বিক্রির সঙ্গে জড়িত।
×