ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুশান্ত মজুমদারের সম্পাদনায়

চার দশকের নির্বাচিত গল্প

প্রকাশিত: ০৬:১৪, ১০ ফেব্রুয়ারি ২০১৭

চার দশকের নির্বাচিত গল্প

একুশের বই মেলায় অধ্যবসায়ী পাঠকের জন্য পঁয়ত্রিশ ফর্মার সংকলন ‘চার দশকের নির্বাচিত গল্প।’ গ্রন্থভুক্ত হয়েছে চল্লিশ-পঞ্চাশ-ষাট-সত্তর দশকের মোট বায়ান্ন জন লেখকের গল্প। আমাদের গল্প সাহিত্যের কেন্দ্রে যাঁরা আছেন, যে-সব বরেণ্য লেখকের হাতের বাংলা ছোটগল্পের বিকাশ তাঁদের সবার লেখাই এখানে অন্তর্ভুক্ত। মানুষ, সমাজ, সামাজিক মেরুকরণ, রাজনীতি, দেশভাগ, সাম্প্রদায়িক দাঙ্গা, ভাষা আন্দোলন, সামরিক শাসনের বিরোধিতা, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, যুদ্ধ-পরবর্তী পরিবর্তিত বাস্তবতার শিল্পসফল গল্পসমূহ এই গ্রন্থে পড়তে পারবেন এ-কালের পাঠক। সংকলনের গল্প নির্বাচন, সম্পাদনা ও ভূমিকা লিখেছেন সুশান্ত মজুমদার। প্রকাশক : বিজয় প্রকাশনী। প্রচ্ছদশিল্পী : নাসিম আহমেদ। মূল্য : পাঁচশত টাকা।
×