ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরে দাঁড়ালেন আজহার

প্রকাশিত: ০৬:০৪, ১০ ফেব্রুয়ারি ২০১৭

সরে দাঁড়ালেন আজহার

পাক ওয়ানডে অধিনায়ক সরফরাজ স্পোর্টস রিপোর্টার ॥ এই মুহূর্তে প্রতিটি জয় খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তান ক্রিকেট দলের জন্য। আগামী ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইসিসি র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থাকা নিশ্চিত করতে হবে। সেদিক থেকে বিশেষ করে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজই নির্ধারণ করবে দু’দলের মধ্যে কারা ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে। কিন্তু আজহার আলীর নেতৃত্বে সেভাবে সফলতা পাচ্ছে না পাকরা। ব্যক্তিগত নৈপুণ্যেও ওপেনার আজহার বেশ খারাপ সময়ের মধ্যে রয়েছেন। নানাবিধ চাপে তাই পাক ওয়ানডে দলের নেতৃত্ব থেকে পদত্যাগ করলেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার পরিবর্তে ইতোমধ্যে টি২০ দলকে নেতৃত্ব দিয়ে নজরকাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদকে ওয়ানডেরও অধিনায়ক করা হয়েছে। গত বছরের শেষভাগ থেকেই কিছুটা বেকায়দা পরিস্থিতিতে পড়েছিলেন আজহার। প্রথমে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা স্পট-ফিক্সিং কেলেঙ্কারির অন্যতম দোষী পেসার মোহাম্মদ আমিরকে দলে নেয়াকে কেন্দ্র করে পদত্যাগপত্র দিয়েছিলেন তিনি। সে সময় পিসিবি তা গ্রহণ না করে আজহারকেই রেখে দেয়। এরপরও বেশ ভালই যাচ্ছিল আজহার ও পাকিস্তানের। কিন্তু বাজে সময়ের শুরু গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর দিয়ে। ওই সিরিজে ৪-১ ব্যবধানে করুন পরাজয়বরণ করে পাকরা। এরপরই পিসিবি প্রধান শাহরিয়ার খান আজহারকে আহ্বান জানান সরে দাঁড়ানোর। কিন্তু রাজি হননি আজহার এবং পরের সিরিজেই ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে পাকরা। তখন আর অধিনায়কত্ব পরিবর্তনের সুযোগ পায়নি পিসিবি। কিন্তু এবার অস্ট্রেলিয়া সফরে ৪-১ ব্যবধানে শোচনীয় ওয়ানডে সিরিজ হার এবং আজহারের ব্যাট হাতে ব্যর্থতার পর শাহরিয়ার জানান নতুন অধিনায়ক নিয়োগের চিন্তা-ভাবনা করছে পিসিবি। সাবেক বেশ কয়েকজন অধিনায়কও তুমুল সমালোচনা করেন আজহারের। শেষ পর্যন্ত সরেই দাঁড়ালেন তিনি। সাইক্লিস্ট আমিন আজীবন বহিষ্কৃত স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা সাইক্লিং স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত গত ৩ ফেব্রুয়ারি শীতকালীন সাইকেল প্রতিযোগিতায় জেল পুলিশ দলের সাইক্লিস্ট আল আমিন হোসেন বিডি সাইক্লিস্ট দলের তানভীর মোহাম্মদকে প্রতিযোগিতা চলাকালীন অবৈধভাবে ধাক্কা দিয়ে মারাত্মকভাবে আহত করেন। বুধবার এ সংক্রান্ত ক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বিষয়টি পর্যালোচনাপূর্বক তথ্য-উপাত্তের ভিত্তিতে জেল পুলিশ দলের আল আমিন হোসেনকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এই ক্লাবের আয়োজিত সবধরনের প্রতিযোগিতা থেকে আজীবন বিরত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। শেখ কামাল ফুটবলের ড্র ১৩ ফেব্রুয়ারি স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টায় রাজধানীর সোনরগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ’ ফুটবলের ড্র, লোগো এবং ট্রফি উন্মোচন অনুষ্ঠান। বৃহস্পতিবার বাফুফে ভবনে এমনটাই জানান টুর্নামেন্টের আয়োজক চট্টগ্রাম আবাহনীর চেয়ারম্যান শামসুল হক চৌধুরী এমপি। উল্লেখ্য, ড্র অনুষ্ঠান এর আগে হওয়ার কথা ছিল গত ৮ ফেব্রুয়ারি। নতুন রেফারিদের নিয়ে বাফুফের কার্যক্রম স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় ও বাফুফে রেফারিজ কমিটির পরিচালনায় বৃহস্পতিবার থেকে ছয়দিনব্যাপী বাফুফে ভবনে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। কোর্স পরিচালনার জন্য ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান, আজাদ রহমান এবং সুজিত কুমার ব্যানার্জি। কোর্সে বিভিন্ন জেলার মোট ১২০ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রীতি বাস্কেটবলে ভারতের জয় স্পোর্টস রিপোর্টার ॥ সফররত ভারতীয় সেনাবাহিনী বাস্কেটবল দলের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী দলের এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় সাভার সেনানিবাসে। ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী দলকে ৬১-৪২ পয়েন্টে হারায়। সেনাবাহিনীর সাভার এরিয়া কমান্ডার ও ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান, পিএসসি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
×