ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাজিতে হেরে ভক্তের সঙ্গে ডেটিং!

প্রকাশিত: ০৬:০২, ১০ ফেব্রুয়ারি ২০১৭

বাজিতে হেরে ভক্তের সঙ্গে ডেটিং!

স্পোর্টস রিপোর্টার ॥ এনএফএল ফাইনালে আটলান্টা ফ্যালকনের বিপক্ষে তখন ২১-০ পয়েন্টে পিছিয়ে নিউ ইংল্যান্ড প্যাট্রিয়ট। টম ব্র্যাডির মতো কিংবদন্তি কোয়ার্টারব্যাক থাকলেও প্যাট্রিয়ট ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল ম্যাচ থেকে। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে শিরোপা জয়ের আগাম উৎসবও করছিল ফ্যালকন সমর্থকরা। শতভাগ নিশ্চিত জয় ভেবে টুইট করেন টেনিসের গ্ল্যামারগার্ল ইউজেনি বাউচার্ড, ‘আমি নিশ্চিত আটলান্টা জিততে যাচ্ছে।’ কিছুক্ষণ পর আরেকটি টুইট করে জানালেন, ‘কেবল ভবিষ্যদ্বাণী করলাম।’মানতে না পেরে এক মার্কিন ফুটবল লীগ ভক্তের টুইট, ‘প্যাট্রিয়ট জিতলে আমার সঙ্গে ডেটিংয়ে যাবে?’ ব্র্যাডির দল তখন আরও পিছিয়ে ২৮-৩ পয়েন্টে। স্কোর দেখে খেলার ছলে রাজি হয়ে যান বাউচার্ড। এরপর একটু একটু করে ম্যাচে ফিরতে থাকে প্যাট্রিয়ট। তাদের এগোতে দেখে বাউচার্ডকে কটাক্ষও করেন অনেকে। একজন জানতে চান, ‘স্নায়ুর চাপে নাকি।’ জবাবে বাউচার্ড বলেন, ‘কিছুটা তো বটেই।’ এরপর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে প্যাট্রিয়ট সুপার বোল ফাইনালটা জিতে যায় ৩৪-২৮ পয়েন্টে। আর মার্কিন ফুটবল লীগে একমাত্র কোয়ার্টারব্যাক হিসেবে টম ব্র্যাডি ইতিহাসে নাম লেখান পাঁচটি সুপার বোল জিতে। বাজিতে হেরে অপরিচিত সেই টুইটার ব্যবহারকারীর সঙ্গে অভিসারে যেতে রাজি হন কানাডিয়ান তারকাও, ‘হ্যাঁ, আমি ডেটে যাব। কথা দিলে সেটা রাখতেও জানি।’ সম্মতি পেয়ে বাউচার্ডকে সেই টুইটার ব্যবহারকারীর আমন্ত্রণ, ‘শিকাগোয় থাকি। এখানকার মিসৌরি স্কুলে চলে এসো। এরপর তোমার যেখানে খুশি দু’জন মিলে সেখানেই যাব।’ এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ে বেশ ভালই শিক্ষা পেয়েছেন বাউচার্ড, ‘খুব শিক্ষা হলো। আর কখনও টম ব্র্যাডির দলের বিপক্ষে বাজি ধরব না।’ অপরিচিত সেই টুইটার ব্যবহারকারীর নাম জন গোর্কে। ২০ বছর বয়সী গোর্কে মিসৌরি বিশ্ববিদ্যালয়ে মার্কেটিংয়ে পড়ছেন।
×