ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে ব্যবসায়ীকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৩:৫৫, ১০ ফেব্রুয়ারি ২০১৭

ফরিদপুরে ব্যবসায়ীকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৯ ফেব্রুয়ারি ॥ পাট ব্যবসায়ী গিয়াসউদ্দিন খান হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত দায়রা জজ (প্রথম আদালত) মুসরাত জেরিন এ আদেশ দেন। মৃত্যুদ-প্রাপ্ত তিন আসামি হলেন, ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের চক ভবানীপুর গ্রামের জমির আলী ওরফে জাবের (২৫), একই ইউনিয়নের চাঁদপুর আমির আলী বিশ্বাসপাড়া গ্রামের এনামুল কবির ওরফে মোঃ এনামুল কাজী (২৭) ও একই ইউনিয়নের চাঁদপুর সাহাপাড়া গ্রামের মিন্টু শেখ (২৭)। এর মধ্যে মিন্টু শেখ পলাতক রয়েছেন। বাকি দুই আসামির উপস্থিতিতে এ আদেশ দেয়া হয়। দ-িত আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত তাদের গলায় ফাঁসির রজ্জু দ্বারা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। তবে আসামিরা আগামী সাত দিনের মধ্যে হাইকোর্টে আপীল করতে পারবেন। জানা যায়, পাশের রাজবাড়ী সদরের বসন্তপুর গ্রামের মজলিসপুর গ্রামের গিয়াসউদ্দিন খান ২০১০ সালের ২০ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদরের খলিলপুর বাজারে পাট বিক্রি করে রিক্সা ভ্যানে করে ফেরার পথে ঢাকা-খুলনা সহাসড়কে বারখাদা সেতু ও আজিজ পাইপের মাঝামাঝি জায়গায় পৌঁছলে পূর্বশত্রুতার জের ধরে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে গিয়াসউদ্দিন খানকে কুপিয়ে হত্যা করে। যৌন নিপীড়নের শিকার স্কুলছাত্রী স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ যৌন নিপীড়নের শিকার হয়েছে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী। বুধবার রাত সাড়ে ১০টায় ওই শিশু ছাত্রীটিকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের টেক্সটাইল সুটিপাড়া গ্রামের কৃষক মাহবুবার রহমান দুলুর মেয়ে। এ ঘটনায় ওই কৃষক বৃহস্পতিবার সকালে একই গ্রামের আফতার আলীর ছেলে বাবুকে আসামিকে করে সদর থানায় মামলা দিয়েছে। অভিযোগ মতে বুধবার বিকেলে মেয়েটি তার বাবাসহ দারোয়ানি বাজারে যায়। সন্ধ্যা ৬টার দিকে মেয়েটি একাই বাড়ি ফিরছিল। পথে আসামি বাবু, শিশু মেয়েটি একা পেয়ে একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। মেয়েটির চিৎকারে লোকজন ছুটে এলে বাবু পালিয়ে যায়। শিশুটি এ ঘটনায় অসুস্থ হয়ে পড়লে তাকে ওই রাতে হাসপাতালে ভর্তি করা হয়।
×