ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শপথ গ্রহণের আগেই সিইসি বদলান ॥ দুদু

প্রকাশিত: ০৮:৫৭, ৯ ফেব্রুয়ারি ২০১৭

শপথ গ্রহণের আগেই সিইসি বদলান ॥ দুদু

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রপতিকে উদ্দেশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নতুন নির্বাচন কমিশনের ৪ কমিশনারের বিষয়ে এখন আমাদের কোন কথা নেই। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে নিয়ে বিতর্ক রয়েছে। তাই এখনও সুযোগ আছে, শপথ গ্রহণের আগেই সিইসি পরিবর্তন করুন। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ইয়ুথ ফোরাম আয়োজিত এক মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। দুদু বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। তবে নতুন সিইসি নুরুল হুদা একজন বিতর্কিত ব্যক্তি। এই ব্যক্তির অধীনে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে তা দেশের পাগলও মনে করে না। রাষ্ট্রপতিকে উদ্দেশ করে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়ক সরকারের গঠনের বিষয়ে আলাপ-আলোচনা শুরু করুন। নির্বাচন কমিশন গঠনের আগে আপনি সংলাপে ডেকে ছিলেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সংলাপে অংশ নিয়ে ১৩ দফা প্রস্তাব দিয়েছিলেন। আয়োজক সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ। নতুন ইসি বিএনপির মেনে নেয়া উচিত- জাফরুল্লাহ ॥ নতুন নির্বাচন কমিশনকে (ইসি) বিএনপির মেনে নেয়া উচিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। বুধবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন মিলনায়তনে কাগমারী সম্মেলন দিবস উদযাপন প্রস্তুতি কমিটি আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ষাট বছর পূর্তিতে মওলানা হামিদ খান ভাসানীর গুরুত্বপূর্ণ চিঠি ও ফটো প্রদর্শনী’ শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাফরুল্লাহ চৌধুরী বলেন, নির্বাচন কমিশন আরও খারাপ হতো যদি মোল্লা ওয়াহিদুজ্জামানকে সিইসি বানানো হতো। সেক্ষেত্রে নুরুল হুদা অনেক ভাল। সুতরাং ইসি নিয়ে বিএনপির অখুশি হওয়ার কিছু নেই। আর নুরুল হুদা জনতার মঞ্চের নেতা ছিলেন সেটা দোষের কিছু নয়। নতুন সিইসিকে আমরা বিশ্বাস করতে পারি। তার উপর আস্থা রাখতে পারি উনি কোন দলের হবেন না। তবে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কী না তা বিএনপির উপর নির্ভর করছে।
×