ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বুদ্ধি প্রতিবন্ধী শিশু ধর্ষিত

প্রকাশিত: ০৮:২৪, ৯ ফেব্রুয়ারি ২০১৭

রাজধানীতে বুদ্ধি প্রতিবন্ধী শিশু ধর্ষিত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে বুদ্ধি প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের অভিযোগে পঞ্চাশ বছর বয়সী একজন গ্রেফতার এবং বাসের ধাক্কায় শাহীন নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর শ্যামপুর থানাধীন পাইপ রাস্তার কাছের একটি টিনশেড বাড়িতে তেরো বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। শ্যামপুর থানার ওসি শেখ মোঃ আব্দুর রাজ্জাক জনকণ্ঠকে বলেন, মঙ্গলবার গভীররাতে ওই শিশুর পরিবার শিশুটিকে তাদের কাছে হস্তান্তর করে। বুধবার শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। শিশুটির পরিবারের বরাত দিয়ে ওসি বলছেন, পূর্ব পরিচয়ের সূত্রধরে মীর সেলিম মঙ্গলবার পাইপ রাস্তার সেই বাড়িতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে মীর সেলিম শিশুটিকে ধর্ষণ করে। এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামি মীর সেলিমকে আটক করা হয়েছে। তবে মীর সেলিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছে, শিশুটিকে ধর্ষণের সঙ্গে সে জড়িত নয়। তাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে দিতেই এ ঘটনা সাজানো হয়েছে। বুধবার দুপুর সোয়া একটার দিকে শ্যামপুর থানাধীন ঢাকা ম্যাচ ফ্যাক্টরির সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় শাহীন শেখ (৩৫) নামের এক শ্রমিক গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শাহীনের মৃত্যু হয়।
×