ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই- একুশে অনুষ্ঠানমালা শুরু

প্রকাশিত: ০৬:০২, ৯ ফেব্রুয়ারি ২০১৭

সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই- একুশে অনুষ্ঠানমালা শুরু

স্টাফ রিপোর্টার ॥ পশ্চিমের আকাশে সূর্যটা হেলে পড়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর সংস্কৃতিবান্ধবদের উপস্থিতি চোখে পড়ার মতো। শহীদ বেদি থেকে ভেসে আসছে সম্মেলক কণ্ঠে জাতীয় সঙ্গীতের সুর। এর পরই শিল্পীরা গেয়ে উঠলেন একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’। বুধবার বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত অমর একুশে অনুষ্ঠানমালার শুরুটা ছিল এমনই এক গুরুগম্ভীর পরিবেশে। ১৪ দিনব্যাপী অনুষ্ঠানমালার এবারের মর্মবাণী ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’। অনুষ্ঠান উদ্বোধন করেন ভাষাসৈনিক কামাল লোহানী। জোট সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পথনাটক পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আহম্মদ গিয়াস, গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কামউল্লাহ প্রমুখ। শুরুতে শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ছায়ানটের শিল্পীদের সম্মেলক কণ্ঠে জাতীয় সঙ্গীত ও একুশের গান পরিবেশিত হয়। উৎসব আহ্বায়ক ও জোট সহ-সভাপতি ঝুনা চৌধুরীর স্বাগত বক্তব্যের পর ঘোষণাপত্র পাঠ করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মোহাম্মদ সামাদ। লাখো শহীদের আত্মদান ও মা-বোনদের সম্ভ্রমের মূল্যে অর্জিত মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী বিষয় যুক্ত করে সম্প্রতি বাংলাদেশের পাঠ পুস্তকে ন্যক্কারজনক ও অন্যায় পরিবর্তনের নিন্দা করে বক্তারা বলেন, এটা ধর্মের নামে সংঘাত, হানাহানি ও জঙ্গীবাদকে উস্কে দেবার এক গভীর ষড়যন্ত্র। বক্তারা বলেন, শিক্ষার সঙ্গে সংস্কৃতির যোগ অনস্বীকার্য। আজকের বাংলাদেশে শিক্ষার সংখ্যাতাত্ত্বিক বিস্তৃতি ঘটলেও মান খুবই প্রশ্নবিদ্ধ। ন্যূনতম প্রস্তুতি ছাড়াই উচ্চশিক্ষার দ্বার অবারিতকরণ, বাণিজ্যিকীকরণ, উৎকট প্রচারণা ও নিছক আনুষ্ঠানিকতায় মত্ত থাকার কারণে আগামী দিনে দেশ পরিচালনার জন্যে যোগ্য নাগরিক গড়ে তোলা অসম্ভব হয়ে পড়তে পারে। যে মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির আলোয় বাঙালির আবহমান সংস্কৃতি ঋব্ধ, আমরা সেই আলোর পথের যাত্রী। আমরা এক মায়ের সন্তান। মানুষে মানুষে ঘৃণা বিভেদ ও বৈষম্য আমরা মানি না। আলোচনা পর্বের পর নৃত্য সংগঠন স্পন্দনের শিল্পীরা ‘এ আমার অহঙ্কার’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে দলীয় সঙ্গীত পরিবেশন করে ঋষিজ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়। কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানমালা চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এবং ধানম-ির রবীন্দ্র সরোবরের উন্মুক্ত মঞ্চে ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টায় শুরু হবে এ অনুষ্ঠানমালা। রাশিয়ার চেখভ স্টুডিওর নাটক মঞ্চায়ন শুরু আজ ॥ সংস্কৃতি মন্ত্রণালয়ের আমন্ত্রণে নাট্যভ্রমণে ঢাকায় এসেছে রাশিয়ার আলোচিত নাট্যদল চেখভ স্টুডিও। শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকাস্থ রুশ দূতাবাসের যৌথ আয়োজনে দলটি দুটো নাটক মঞ্চায়ন করবে। এ উপলক্ষে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলন হয়। এতে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, রাশিয়ান কালচারাল সেন্টারের পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চ ও জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে দলটি আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় মঞ্চায়ন করবে আন্তন চেখভের নাটক গাংচিল অবলম্বনে ‘চেখভ ও গাংচিল’ নাটক এবং একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চায়ন করবে আন্তন চেখভের কমেডি নাটক ‘ভল্লুক’। দনিয়া পাঠাগারের উদ্যোগে বর্ণ অঙ্কন প্রতিযোগিতা শুরু আজ ॥ দনিয়া পাঠাগারের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বর্ণ অঙ্কন প্রতিযোগিতা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্থানীয় ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শিক্ষার্থীর এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এছাড়াও ভাষাকেন্দ্রিক বিভিন্ন আয়োজনে লক্ষ্যাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে এই আয়োজনে। বেলা ১১টায় দনিয়ার রসুলপুরের প্রিপারেটরি স্কুলে পাঠ্য বইয়ের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে মাসব্যাপী বর্ণ অঙ্কন প্রতিযোগিতার এ বছরের আয়োজনের উদ্বোধন করবেন সম্মিলিতি সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও প্রখ্যাত বাকশিল্পী হাসান আরিফ। ঢাকা থিয়েটারের নতুন নাটক ‘আওয়ার কান্ট্রিজ গুড’ মঞ্চস্থ ॥ ঢাকা থিয়েটারের ৪৬ তম প্রযোজনা ‘আওয়ার কান্ট্রি’জ গুড’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে বুধবার সন্ধ্যায়। টমাস কেনলির উপন্যাস ‘দ্য প্লে মেকার’ অবলম্বনে নাট্যকার টিমবারলেক ওয়ার্টেনবেকার ‘আওয়ার কান্ট্রি’জ গুড’ নাটকটি রচনা করেন। নাটকটির বাংলা অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। সংগ্রামী নারী ও নকশী কাঁথা নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর প্রিমিয়ার ১২ ফেব্রুয়ারি ॥ সুরাইয়া রহমান একজন স্বশিক্ষিত শিল্পী। আরশী নামক একটি প্রতিষ্ঠান স্থাপনের মধ্য দিয়ে তিনি বাংলাদেশে প্রথম নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন। শত শত সুবিধাবঞ্চিত নারীর কর্মসংস্থান হয়ে তার হাত ধরে। তিনি তিরিশের দশকে কলকাতায় জন্ম গ্রহণ করেন। তাকে নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘থ্রেডস’। ৩০ মিনিটের এই প্রদর্শনী প্রামাণ্যচিত্রটি কানাডিয়ান নির্মাতা ক্যাথি স্টেভুলাক। প্রামাণ্যচিত্র বাংলা ভার্সন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি বেলা ১১টা জাতীয় জাদুঘরের প্রামাণ্যচিত্রটির প্রিমিয়ার শো হবে।
×