ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিজিপির গুলিতে জেলের মৃত্যুতে কড়া প্রতিবাদ

প্রকাশিত: ০৫:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০১৭

বিজিপির গুলিতে জেলের মৃত্যুতে কড়া প্রতিবাদ

কূটনৈতিক রিপোর্টার ॥ টেকনাফে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নিহত জেলের মৃত্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বিনা উস্কানিতে এ ধরনের ঘটনা দুই প্রতিবেশী দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সমঝোতার পরিবেশ গড়তে বাধা হয়ে দাঁড়াবে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার চ্যান হেং উইং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সোমবার কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে এক জেলেকে গুলি ও অপর একজন জেলেকে আহত করার প্রতিবাদ করেছে বাংলাদেশ। এ বিষয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি কূটনৈতিক প্রতিবাদ পত্র ঢাকার মিয়ানমার দূতাবাসে পাঠানো হয়। প্রতিবাদ পত্রে উল্লেখ করা হয়, কোনো প্রকার বিনা উস্কানিতে বাংলাদেশের নিরীহ জেলেদের ওপর আক্রমণ চালিয়েছে মিয়ানমার পক্ষ। এর আগেও গত ২৭ ডিসেম্বর সেন্টমার্টিন দ্বীপের কাছে বাংলাদেশী নিরীহ জেলেদের ওপর হামলা চালিয়েছিল মিয়ানমার। তবে কোনো প্রকার বিনা উস্কানিতে এ ধরনের হামলা দুই প্রতিবেশী দেশের মধ্যে আস্থা ও সমঝোতার পরিবেশ তৈরিতে বাধাগ্রস্ত করবে বলে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সূত্র জানায়, কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীতে সোমবার সকালে মিয়ানমারের বিজিপির গুলিতে নিহত হন নুরুল আমিন (২৬)। এছাড়াও গুলিবিদ্ধ হন মর্তুজা হোসেন (২৪) সোমবার ভোরে দিকে নাফ নদীর নাজিরপাড়া পয়েন্টে মাছ ধরতে যান তারা। এ সময় হঠাৎ করেই বিজিপির ৬-৭ জন সদস্য একটি স্পিডবোটে বাংলাদেশ জলসীমায় ঢুকে নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে। এ সময় গুলিবিদ্ধ দু’জনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন। আর মর্তুজা হোসেনের পিঠে গুলি লাগে।
×