ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বনবিভাগের গোপন নিলাম

৮০ মণ ইলিশ হয়ে গেল ১০ মণ

প্রকাশিত: ০৪:৫৮, ৯ ফেব্রুয়ারি ২০১৭

৮০ মণ ইলিশ হয়ে গেল ১০ মণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনের সুপতি স্টেশনে আটক তিন ট্রলার বোঝাই জাটকাসহ বিভিন্ন সাইজের ইলিশ শরণখোলা রেঞ্জের ঘাটে আসার পূর্বেই তা রেঞ্জ কার্যালয়ে গোপনে নিলাম দেখানো হয়েছে। এলাকাবাসী নিলামে অংশ নিতে শরণখোলা রেঞ্জে গিয়ে ‘ইতিমধ্যেই নিলাম সম্পন্ন’ হওয়ায় খবর শুনে হতভম্ব হয়ে যান। প্রায় ৮০ মণ জাটকা নিলামে ১০ মণ এবং মাত্র ৮০ হাজার টাকায় বিক্রি দেখিয়ে সরকারের বিপুল অংকের রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, গত সোমবার ভোর রাতে ৩টি পাস বিহীন ফিসিং ট্রলার বঙ্গোপসাগরে অবৈধভাবে জাটকাসহ বিভিন্ন সাইজের ইলিশ শিকার করে ফিরে আসার পথে সুপতি স্টেশন কোস্টগার্ড তা আটক করে। সুপতি স্টেশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তরকৃত মাছ ও ট্রলার মঙ্গলবার রাত ১১টায় শরণখোলা রেঞ্জ অফিসের ঘাটে পৌঁছানোর ৬ ঘণ্টা পূর্বেই বিকেলে ৫টায় তা নিলাম দেখানো হয়। এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আকন আলমগীরসহ অন্যান্য মৎস্য ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, লোকমুখে খবর শুনে নিলামে অংশ নিতে রেঞ্জ অফিসে গিয়ে জানতে পারেন কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই গোপনে প্রায় আট লাখ টাকার মাছ নাম মাত্র ৮০ হাজার টাকায় নিলাম দেখানো হয়েছে। মোটা অংকের উৎকোচ নিয়ে বনভিাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারের বিপুল অংকের রাজস্ব ফাঁকি দিয়ে লোক দেখানো নিলামের কাজ সেরেছে বলে তাদের অভিযোগ। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ হোসেন এ বিষয়ে কোন তথ্য না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। বন সংরক্ষক (খুলনা অঞ্চল) জহির উদ্দিন জানান, বিষয়টি তার জানা নেই। তবে, এ ধরনের কোন অনিয়ম ঘটে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
×