ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ী গুলিবিদ্ধ

আদিবাসী নিরাপত্তা কর্মীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০৮:৫৯, ৮ ফেব্রুয়ারি ২০১৭

আদিবাসী নিরাপত্তা কর্মীর রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবের সামনে সন্ত্রাসীদের গুলিতে এক ট্যুরিজম ব্যবসায়ী আহত, এক আদিবাসী নিরাপত্তাকর্মীর রহস্যজনক মৃত্যু ও এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবের সামনে সন্ত্রাসীদের গুলিতে মনিরুজ্জামান মাসুম নামে (৩০) এক ট্যুরিজম ব্যবসায়ী আহত হয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই ব্যবসায়ী আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানান। আহত ব্যবসায়ী জানান, ট্যুরিজম উইন্ডোল ফার্ম নামে পান্থপথে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। প্রতিষ্ঠানটির ম্যানেজার আব্দুল্লাহ। দু’জনে মোটরসাইকেলযোগে পাসপোর্ট নিয়ে অফিসে যাচ্ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবের সামনে পৌঁছলে চারটি মোটরসাইকেল আচমকা তাদের সামনে ব্যারিকেড দেয়। তারা চাবি কেড়ে নেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি বুলেট তার বাম পায়ের উরুতে বিদ্ধ হয়। আদিবাসী নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার ॥ সোমবার রাতে রাজধানীর ভাটারা থানাধীন বারিধারার ১২ নম্বর প্রগতি সরণির জে ব্লকের সামনে থেকে গ্রুপ-ফোর সিকিউরিটি কোম্পানির পোশাক পরিহিত সুজন রিছিল (২৩) নামের এক আদিবাসীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। রাতেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি সিকিউরিটি কোম্পানিটি পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার ছোটভাই সুজন রিছিলের দাবি, মৃত্যুটি রহস্যজনক। গৃহবধূর লাশ উদ্ধার ॥ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে রায়ের বাজার এলাকার ৩২/৩৩ নম্বর আবু সুফিয়ান চৌধুরীর বস্তি বাড়ি থেকে মীম (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মেহেদী হাসান জানান, মীমের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়। পিতার নাম স্বপন। প্রেমের টানে একমাস আগে ঘর ছাড়ে। ওই বস্তির একটি ছোট কক্ষে এক ছেলের সঙ্গে বসবাস করছিল। মীমের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ওই ছেলের সন্ধান চলছে।
×