ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমরা যথাসাধ্য চেষ্টা করেছি ॥ রাষ্ট্রপতিকে বিদায়ী সিইসি

প্রকাশিত: ০৮:০৯, ৮ ফেব্রুয়ারি ২০১৭

আমরা যথাসাধ্য চেষ্টা করেছি ॥ রাষ্ট্রপতিকে বিদায়ী সিইসি

বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও সাংবিধানিক দায়িত্ব পালনে নির্বাচন কমিশন যথাসাধ্য চেষ্টা করেছে। তিনি বলেন, ‘যখন আমরা দায়িত্ব গ্রহণ করি, তখন আমাদের প্রতিশ্রুতি ছিল সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের। সব ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা তা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি।’ মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। খবর বাসসর। বিদায়ী নির্বাচন কমিশন সদস্যরা রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনের সার্বিক কর্মকা- সম্পর্কে অবহিত করেন। কাজী রকিবউদ্দিন আহমদ বলেন, তাদের মেয়াদকালে অনুষ্ঠিত সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তাদের মেয়াদকালে সাবলীলভাবে সকল নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করার জন্য রাষ্ট্রপতিকে ও জনসাধারণকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে সাহসিকতার সঙ্গে কাজ করার জন্য বিদায়ী নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ছাড়াও রাজনৈতিক দলসমূহ এবং জনগণের সহযোগিতা আবশ্যক।
×