ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারত টেস্ট

মিরাজকে খেলতে মুখিয়ে আছেন পুজারা

প্রকাশিত: ০৫:৫৩, ৮ ফেব্রুয়ারি ২০১৭

মিরাজকে খেলতে মুখিয়ে আছেন পুজারা

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত সফরে ৪-০’তে সিরিজ হারের লজ্জা সঙ্গী করে নেতৃত্ব ছেড়েছেন এ্যালিস্টার কুক। তবে ঢাকা টেস্টে নাস্তানাবুদ করে বাংলাদেশই ইংলিশদের প্রথম ধাক্কাটা দিয়েছিল। দুই ম্যাচের ওই সিরিজে ১৯ উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। বিশ্বব্যাপী স্পটলাইটে উঠে আসেন তরুণ অফস্পিনার। নিউজিল্যান্ডে সুবিধা করতে পারেননি। অবশ্য কিউই কন্ডিশন পেসবান্ধব বলে সেটিকে কেউ বড় করে দেখছেন না। বৃহস্পতিবার হায়দরাবাদে একমাত্র টেস্টে টাইগারদের মুখোমুখি স্বাগতিকরা। ভারত ও বাংলাদেশের কন্ডিশন একই রকম বলে আলোচনায় মিরাজ। তাকে খেলতে মুখিয়ে ভারতের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা বলেন, ‘আমি টেলিভিশনে ওর বোলিং দেখেছি। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজে দুর্দন্ত বর করেছে। চট্টগ্রাম ও ঢাকার উইকেট অবশ্য স্পিন-সহায়ক ছিল, তারপরও সে দারুণ বোলার। এখনই কিছু বলতে চাই না। আগে ওকে খেলি, তারপর না হয় মন্তব্য করা যাবে।’ গত অক্টোবরে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেন মিরাজ, দ্বিতীয় ইনিংসে ১টি। ২২ রানে হারা ম্যাচটা অবশ্য তার জন্যই জমে উঠেছিল। ঢাকায় দ্বিতীয় টেস্টে তো ইতিহাস গড়েন। দুই ইনিংসেই ৬টি করে মোট ১২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। ১০৮ রানের দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। সিরিজ সেরা হন মিরাজ। নিউজিল্যান্ড সফরে দুই টেস্টে তার শিকার মোটে ৪। ঢাকায় যে দলটা ইংল্যান্ডকে ওভাবে হারিয়েছে তাদের সমীহ করছেন পুজারা, ‘বাংলাদেশ এই উপমহাদেশে ভাল খেলে। কিছুদিন আগেই নিজ দেশে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সাফল্য পেয়েছে। ঢাকা ও হায়দরাবাদের কন্ডিশনে খুব বেশি পার্থক্য নেই। বাংলাদেশ ধীরে ধীরে দুর্দান্ত একটা দল হয়ে উঠছে। সুতরাং আমরা এই ম্যাচটাকে মোটেই হালকাভাবে নিচ্ছি না।’ পুজারার মন বলছে, একমাত্র টেস্টে লড়াইটা ভালই করবে টাইগাররা, ‘আমার মনে হয়, ভালই লড়াই হবে। যে দল ভাল খেলবে, সুযোগ কাজে লাগাবে, জিতবে তারাই।’ টেস্ট ক্রিকেটে কন্ডিশন সবসময়ই বিশেষ গুরুত্ব বহন করে। ভারত বাংলাদেশ সফরে গিয়ে যে ধরনের কন্ডিশন দেখে এসেছে হায়দরাবাদে প্রতিপক্ষও সেটিই পাবে বলে মনে করেন ৪৩ টেস্টে ১০ সেঞ্চুরি ও ১১ হাফ সেঞ্চুরি হাঁকান পুজারা। ২৯ বছর বয়সী ডানহাতি গুজরাটি তাই ম্যাচের কন্ডিশন নিয়ে খুব একটা মাথা ঘামাতে চান না, ‘বাংলাদেশে গিয়ে আমরা যে কন্ডিশন পাই, বাংলাদেশও এখানে সেই কন্ডিশনই পাবে। সুতরাং, কন্ডিশন খুব বড় পার্থক্য হবে না। ম্যাচে ডে বাই ডে ভাল খেলাটা নিয়ামক হয়ে উঠবে।’ ইংল্যান্ড সিরিজে ব্যাক টু ব্যাক দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি হাঁকান পুজারা গত সপ্তাহেও অবশিষ্ট ভারত একাদশের হয়ে গুজরাটের বিরুদ্ধে খেলেন অপরাজিত ১১৬ রানের ইনিংস। পুজারা, বিরাট কোহলি, করুণ নায়ারদের নিয়ে ভাবলেও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে রবিচন্দ্রন অশ্বিনের বোলিং। সাম্প্রতিক সময়ে ভারতের সাফল্যের রূপকার তিনি। প্রিয় রাজীব গান্ধীর উইকেটে বল করতে তৈরি টেস্টের নাম্বার ওয়ান বোলার বলেন, ‘এই মাঠে বাউন্স আছে। সুযোগ-সুবিধা অসাধারণ। আউটফিল্ড সবুজ, এটা সত্যিকার অর্থেই স্পিনারদের জন্য দারুণ একটি গ্রাউন্ড। অনেক সময় কল্পনার চেয়েও ভাল বোলিং করা যায়। হায়দরাবাদে বল করাটা আমি বেশ উপভোগ করি।’
×