ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কৃত্রিম অরণ্য...

প্রকাশিত: ০৫:৫০, ৮ ফেব্রুয়ারি ২০১৭

কৃত্রিম অরণ্য...

উষ্ণায়নের যুগে এটাই হয়ত বিকল্প উপায় হতে চলেছে। ভার্টিক্যাল ফরেস্ট। মানে আকাশছোঁয়া বিল্ডিংয়ের খাঁজে খাঁজে সবুজের সম্ভার। এক দিকে নির্বিচারে জঙ্গল সাফ করে তৈরি হবে বহুতল। আর সেই বহুতলের কোলেই ফিরিয়ে আনা হবে প্রকৃতিকে! অদ্ভুত তাই না! এমন ভার্টিক্যাল ফরেস্টের নিদর্শন দেখা যাবে চীনের নানজিং-এ। ২০১৮ সালের মধ্যে এই প্রকল্প শেষ হলে এটাই হবে এশিয়ার প্রথম ভার্টিক্যাল ফরেস্ট। তবে প্রকৃতিকে ধ্বংস করে কৃত্রিম প্রকৃতি এভাবে ফিরিয়ে আনলে আদৌ কি ভারসাম্য থাকবে? নাকি উষ্ণায়ন আরও বাড়বে? এ প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে বিশেষজ্ঞদের মাথায়? –আজকাল
×