ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে ছেলেদের সংঘর্ষ থামাতে গিয়ে বাবা নিহত

প্রকাশিত: ০৪:২৭, ৮ ফেব্রুয়ারি ২০১৭

বাগেরহাটে ছেলেদের সংঘর্ষ থামাতে গিয়ে বাবা নিহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারীতে মঙ্গলবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের সংঘর্ষ ঠেকাতে গিয়ে জগদীস বাওয়ালী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হন ৪ জন। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশ উদ্ধার করে পুলিশ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জানা গেছে, উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের বাওয়ালীপাড়া গ্রামের জগদীস বাওয়ালীর বড় ছেলে জয়দেব বাওয়ালী ও ছোটছেলে কার্তিক বাওয়ালীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে এদিন সকাল ৭টার দিকে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিত-ার এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সন্তানদের মারপিট ঠেকাতে গেলে লাঠির আঘাতে পিতা জগদীস বাওয়ালী নিহত হন। শেরপুরে লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা শেরপুর, থেকে জানান, শেরপুরে আড়াই মাস আগে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামের নানার বাড়ির পাশের একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত মোবারক মিয়া (১৯) ওই ইউনিয়নের হাওড়া গ্রামের জিয়ারউদ্দিনের ছেলে। জানা যায়, প্রায় আড়াইমাস আগে মোবারক মিয়া হাওড়া নিজবাড়ি থেকে পার্শ¦বর্তী সাপমারী গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়।
×