ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ড্রোন ও গ্লাইডার নিয়ন্ত্রণে সংসদে বেবিচক বিল পাস

প্রকাশিত: ০৫:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০১৭

ড্রোন ও গ্লাইডার নিয়ন্ত্রণে সংসদে বেবিচক বিল পাস

সংসদ রিপোর্টার ॥ ড্রোন, গ্লাইডারসহ উড্ডয়নরত যেকোন যন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার রাতে জাতীয় সংসদে এ সংক্রান্ত আইন ‘বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিল ২০১৭’ পাস হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এছাড়া যানজট নিরসনে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিল ২০১৭ উত্থাপন করা হয়েছে। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিলটি নিয়ে আলোচনাকালে বিরোধী দলের সদস্যরা বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দেন। কিন্তু কণ্ঠভোটে তা নকচ হয়ে যায়। এর আগে মন্ত্রী বিলটির উপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করেন। সংসদে পাস হওয়া বিলে একজন চেয়ারম্যান ও ছয় সদস্য নিয়ে এই কর্তৃপক্ষ গঠন করার কথা বলা হয়েছে। যে কর্তৃপক্ষ ‘যে যন্ত্র বায়ুম-লে ভর করে ভাসতে পারে, যাতে বদ্ধ বা মুক্ত বেলুন, এয়ার শিপ, ঘুড়ি, ড্রোন, গ্লাইডার এবং উড্ডয়নরত সব যন্ত্র’ নিয়ন্ত্রণ করতে পারবে। নতুন আইনে কর্তৃপক্ষের কাজ তদারকির জন্য ১২ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন গবর্নিংবডি গঠনের বিধান রাখার কথা বলা হয়েছে। বিমানমন্ত্রী হবেন এই বডির সভাপতি। বিলে কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ, কর্তৃপক্ষের সভা, কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলী, কর্তৃপক্ষের প্রশাসন, অন্যান্য সংস্থার সঙ্গে সহযোগিতা, ভূমি ও সম্পত্তি অধিগ্রহণ, ক্ষমতা অর্পণ ও দায়িত্বভার, সরকারী ফি বা কর এবং সেবা ফি আরোপ ও আদায়ের ক্ষমতা, কর্তৃপক্ষের তহবিল, বাজেট, হিসাব ও নিরীক্ষা, প্রবেশাধিকার, এয়ার স্পেস নিয়ন্ত্রণ, অনুসন্ধান, কমিটি গঠন, স্থানীয় কর্তৃপক্ষ বা সংস্থার উদ্যোগে বা অর্থায়নে পরিকল্পনা বাস্তবায়ন, বার্ষিক প্রতিবেদন দাখিলসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের রাখা হয়েছে। পাস হওয়া বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, সামরিক আমলে জারি করা অধ্যাদেশগুলো সুপ্রীমকোর্টের রায়ের আলোকে বাংলায় নতুন আইন করতে বিলটি উত্থাপন করা হয়েছে। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরাও গবর্নিংবডির সদস্য থাকবেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের সদস্য সচিব নির্বাচিত হবেন। সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিল উত্থাপন ॥ যানজট নিরসনে চলাচলরত মোটরযান ও গণপরিবহনের সংখ্যা নির্ধারণ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে সোমবার সংসদে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিল ২০১৭ উত্থাপন করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিলটি উত্থাপন করেন। পরীক্ষা-নিরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। মোটরযান ও সড়ক পরিবহন ব্যবস্থাকে সুষ্ঠু, পরিকল্পিত ও আধুনিকীকরণের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং এ বিষয়ে বিধান প্রণয়নের প্রস্তাব করা হয়েছে উত্থাপিত বিলে। এছাড়া মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ প্রস্তাবিত আইনের অধীনে বহাল রাখার প্রস্তাব করা হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে সভাপতি করে ১৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে সভাপতি করে ৮ সদস্যের পরিচালনা পরিষদ গঠনের প্রস্তাব করা হয়েছে।
×