ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্টাম্পের আঘাতে কিশোর ক্রিকেটারের মৃত্যু

প্রকাশিত: ০৫:১৬, ৭ ফেব্রুয়ারি ২০১৭

স্টাম্পের আঘাতে কিশোর ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস রিপোর্টার॥ খেলার মাঠে বন্ধুরা মজা করছিলেন। ক্রিকেট খেলা চলছিল বেশ আনন্দঘন পরিবেশেই। সেখানে ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। চট্টগ্রামের সদরঘাট এলাকার কলেজিয়েট স্কুল মাঠের পাশে ক্রিকেট খেলার সময় স্টাম্পের আঘাতে মোঃ ফয়সাল হোসেন নামে ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। অবশ্য নিহত ফয়সালের বড় দুই ভাই মাসুম ও মাকসুদ ঘটনাটিকে দুর্ঘটনাবশত হয়েছে বলে জানান। তবে তাদের অন্য বড় ভাই মোঃ মামুন মাঠে মারধর করার কারণে তাঁর ভাই ফয়সাল মারা গেছে বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ খেলার সময় মাঠে থাকা ফয়সালের তিন সহপাঠীকে আটক করে। ফয়সাল ডবলমুরিং থানার পানওয়ালাপাড়া এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম ঘটনা প্রসঙ্গে জানান, ক্রিকেট খেলা নিয়ে ফয়সাল ও তার বন্ধুদের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে বন্ধুরা স্টাম্প দিয়ে তাকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ফয়সালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম বলেন, ‘কয়েকজন লোক সন্ধ্যা ৬টার দিকে ফয়সালকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তারা বলেছে, ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে স্টাম্পের আঘাতে ফয়সালের মৃত্যু হয়েছে। নিহত ফয়সাল এলাকার পান দোকানি বলে জানান তারা।’
×