ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে পাচারকালে যশোরে তিন কিশোরী উদ্ধার

প্রকাশিত: ০৩:৫৮, ৭ ফেব্রুয়ারি ২০১৭

ভারতে পাচারকালে যশোরে তিন কিশোরী উদ্ধার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ নরসিংদী থেকে এনে যশোর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে তিন কিশোরীকে উদ্ধার করেছে চৌগাছা থানা পুলিশ। সোমবার চৌগাছা থানা পুলিশের সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) আকিকুল ইসলাম স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চৌগাছা বাসস্ট্যান্ড থেকে তাদেরকে উদ্ধার করেন। উদ্ধারকৃতরা হলেন, নরসিংদী জেলা সদর উপজেলার বাসাইল গ্রামের সামিয়া, তরোয়া ডিসি রোডের অজন্তা ও পাঁচদানা গ্রামের রুবি খাতুন। উদ্ধারকৃতরা জানান, তাদের এলাকার জাকির হোসেন নামে এক ব্যক্তি যশোরে ভাল বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে শনিবার রাতে বাসযোগে চৌগাছা শহরের কালীতলার আমির হামজার বাড়িতে নেয়। সোমবার সকালে তাদের উপজেলার সীমান্তের গ্রাম হিজলীতে নিয়ে একটি জঙ্গলে রাখে। সেখান থেকে বাতেনসহ তার এক সহযোগী প্রথমে সানিয়াকে নিয়ে যেতে চায়। এ সময় তারা একজনকে নিয়ে যেতে বাধা দেয়। এক পর্যায়ে বাতেন ও তার সহযোগীর কথাবার্তা শুনে তারা বুঝতে পারে তাদের ভারতে বিক্রি করে দেয়া হচ্ছে। এ সময় তারা চিৎকার করলে স্থানীয় লোকজন উদ্ধার করে। থানায় খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে। পরে পুলিশ তাদের নিয়ে কালীতলার ওই বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির মালিক আমির হামজার স্ত্রী ফুলজান বিবি ও মেয়ে রিক্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের দ- স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জেলার বাগমারায় মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা। পরে মাদকাসক্ত আশরাফুল ইসলামকে (৩৫) ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার তাকে ১ বছরের কারাদ- দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর গ্রামের শুকুর আলীর ছেলে আশরাফুল ইসলাম মাদকাসক্ত হয়ে প্রায় তার মা সুফিয়া বেগমের কাছে টাকার আবদার করে। মা টাকা দিতে অস্বীকার করলে মাকে মানসিক ও শারীরিক ভাবে অত্যাচার করে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা নিজেই উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
×