ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৭-১ গোলে বোলোগনাকে বিধ্বস্ত করল নেপলি

হামসিক-মার্টেন্সের হ্যাটট্রিক

প্রকাশিত: ০৫:৩৪, ৬ ফেব্রুয়ারি ২০১৭

হামসিক-মার্টেন্সের হ্যাটট্রিক

স্পোর্টস রিপোর্টার ॥ বিশাল এক জয় এসেছে। সেøাভাকিয়ার তারকা মারেক হামসিক ও বেলজিয়ামের ড্রাইস মার্টেন্স উভয়ে করেছেন হ্যাটট্রিক। আর সে কারণে বোলোগনার বিরুদ্ধে ৭-১ গোলের বিশাল জয় তুলে নিয়েছে নেপলি। এমন এক জয়ে সিরি ‘এ’ পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে নাপোলি। শীর্ষে থাকা জুভেন্টাসের চেয়ে মাত্র ৩ পয়েন্ট পিছিয়ে এখন তারা। অবশ্য দুই ম্যাচ কম খেলেছে জুভরা। আর ১ ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে এখন এএস রোমা। সিরি ‘এ’ ইতিহাসে প্রতিপক্ষের মাঠে এটিই সবচেয়ে বড় জয় নেপলির। ম্যাচের শুরু থেকেই ছিল বোলোগনা কোণঠাসা। মাত্র ৪ মিনিটের সময়ই প্রথম আঘাত হানেন হামসিক। তিনি গোল করলে এগিয়ে যায় নেপলি (১-০)। ম্যাচের শুরুতেই গোল হজম করে ছত্রভঙ্গ হয়ে যায় বোলোগনা। ৬ মিনিটের মধ্যেই আরেকটি গোল পেয়ে যায় নেপলি। লরেঞ্জো ইনসাইন গোল করে আরও এক ধাপ এগিয়ে দেন দলকে (২-০)। তবে এরপর কিছুটা প্রতিরোধ গড়ে বোলোগনা। অবশ্য একটি গোল হজম করা থেকে তাদের বাঁচিয়েছেন গোলরক্ষক পেপে রেইনা । পেনাল্টি ঠেকিয়ে দেন তিনি। ওই ঘটনায় ২৬ মিনিটে লালকার্ড দেখেন নেপলির ক্যালেজন। ১০ জন নিয়েও আক্রমণের ধার কমেনি তাদের। ৩২ মিনিটের সময় বোলোগনার মেসিনা খুব বাজেভাবে ফাউল করেন মার্টেন্সকে। যার কারণে বোলোগনাও ১০ জনে পরিণত হয়। আর ফ্রিকিক পেয়ে যান মার্টেন্স। করেন নিজের প্রথম ও নেপলির হয়ে তৃতীয় গোল (৩-০)। এর মাত্র ৪ মিনিট পরেই একটি গোল পরিশোধ করে বোলোগনা। টোরোসাইডিস লক্ষ্যভেদ করেন (৩-১)। তবে একটি গোল করেও নিজেদের সেভাবে গুছিয়ে নিতে পারেনি বোলোগনা। ৪৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন বেলজিয়ান তারকা মার্টেন্স। ৪-১ গোলে এগিয়ে যায় নেপলি। ঘটনাবহুল প্রথমার্ধ শেষ হয়ে যায়। দ্বিতীয়ার্ধেও বোলোগনাকে চেপে ধরে রাখে নেপলি। যদিও বোলোগনার রক্ষণভাগ বারবার ঠেকিয়ে দেয় সব আক্রমণ। ৭০ মিনিট পর্যন্ত আর কোন গোল হয়নি। তবে সেই অবস্থার পরিবর্তন ঘটান হামসিক। ৭০ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। নেপলি এগিয়ে যায় ৫-১ গোলে। সেøাভাক এ তারকাকে ঠেকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বোলোগনার রক্ষণভাগের জন্য। মাত্র ৪ মিনিট পরেই আরেকটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ৭৪ মিনিটে তার করা গোলে নেপলি এগিয়ে যায় ৬-১ গোলে। এ হ্যাটট্রিকের সুবাদে নেপলির হয়ে ১০৯ গোল করে ফেলেন হামসিক। গোল করার দিক থেকে তিনি ছাড়িয়ে গেছেন ১৯৩০ সালে দলের হয়ে খেলা আত্তিলা সালুসট্রোকে। এখন শুধু হামসিকের ওপর আছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। নাপোলির হয়ে তিনি ১১৫ গোল করেছেন এখন পর্যন্ত। বিপর্যস্ত বোলোগনা এরপরও শুধু আক্রমণ ঠেকাতেই ব্যস্ত ছিল। তাদের দুর্দশার শেষ হয়নি এতে। শেষ মুহূর্তে আরেকটি গোল করেন মার্টেন্স। ৯০ মিনিটে তিনি লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূর্ণ করেন (৭-১)। এ বেলজিয়ানের এটি চলতি মৌসুমে তৃতীয় হ্যাটট্রিক। সর্বশেষ ৮ ম্যাচেই তিনি করেছেন ১৩ গোল। সবমিলিয়ে ১৬ গোল করে মার্টেন্স এখন লীগের সর্বোচ্চ গোলদাতা।
×