ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ালটন মধ্যাঞ্চলও বিপদে, রুবেলের ৫ উইকেট ও মুস্তাফিজের ২ উইকেট

ইনিংস হারের ফাঁদে পূর্বাঞ্চল

প্রকাশিত: ০৫:৩৪, ৬ ফেব্রুয়ারি ২০১৭

ইনিংস হারের ফাঁদে পূর্বাঞ্চল

স্পোর্টস রিপোর্টার ॥ মুস্তাফিজুর রহমানের ছোঁয়ায় যেন বদলে গেল প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলও। বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) এবারের আসরের প্রথম পর্বে যে দলটি বিপত্তির মধ্যেই পড়ে ছিল, দ্বিতীয়পর্বে মুস্তাফিজ যোগ হতেই কি ঝলকানি দেখাচ্ছে। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে ইনিংস হারের ফাঁদে ফেলে দিয়েছে দক্ষিণাঞ্চল। আরেকদিকে প্রথমপর্বের মতো দ্বিতীয়পর্বেও বিপদে পড়ে আছে ওয়ালটন মধ্যাঞ্চল। বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে বিশাল রানে পিছিয়ে রয়েছে মধ্যাঞ্চল। দ্বিতীয়পর্বে সবার দৃষ্টি ছিল মুস্তাফিজের দিকে। তিনি দ্বিতীয়দিনে দক্ষিণাঞ্চলের হয়ে দুই ইনিংস মিলিয়ে মোট ১৩ ওভার বল করে ১ মেডেনসহ ৪৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। তবে ঝলক দেখান দক্ষিণাঞ্চলের রুবেল হোসেন। এ পেসার একাই ৫ উইকেট শিকার করেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঘুরে দাঁড়ানর মিশনে খেলতে নেমেও বিপদ পিছু ছাড়ছে না মধ্যাঞ্চলকে। জুনায়েদ সিদ্দিকী শেষ পর্যন্ত দ্বিশতক করতে পারেননি। ১৮১ রানেই আউট হয়ে গেছেন। তাতে কি বিসিবি উত্তরাঞ্চল ঠিকই রানের পাহাড় গড়েছে। ৫০২ রান করে অলআউট হয়েছে। এ রানের জবাব দিতে গিয়ে মধ্যাঞ্চলও বিপত্তিতে পড়ে গেছে। দিনশেষে ৩ উইকেট হারিয়ে ১২০ রান স্কোরবোর্ডে জমা করতে পেরেছে। এখনও পিছিয়ে আছে ৩৮২ রানে। সাইফ হাসান অপরাজিত ৫২ রান করেছেন। তাইবুরকে (১৬*) নিয়ে আজ তৃতীয়দিনের খেলা শুরু করবেন সাইফ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দক্ষিণাঞ্চল দ্বিতীয় দিনেও দাপট বজায় রেখেছে। পূর্বাঞ্চলকে ফলোঅনে ফেলে দিয়েছে। ইনিংস ব্যবধানে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছে। প্রথম ইনিংসে ৪০৩ রান করে পূর্বাঞ্চলকে ১৪৪ রানেই অলআউট করে দিয়েছে দক্ষিণাঞ্চল। আবুল হাসান রাজু সর্বোচ্চ ৪৮ রান করতে পারেন। রুবেল হোসেন একাই ৫ উইকেট তুলে নেন। মুস্তাফিজ নেন ২ উইকেট। এ দুই পেসারের গতির সামনে ফলোঅনে পড়ে পূর্বাঞ্চল। ফলোঅনে পড়ে আবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। তাতেও পূর্বাঞ্চলের ঘাড়ে বিপত্তি যুক্ত হয়। ৫ উইকেট হারিয়ে বসে। দিনশেষে ৭৪ রান করে। এখনও ১৮৫ রানে পিছিয়ে রয়েছে পূর্বাঞ্চল। আজ তৃতীয়দিনে দ্রুত ৫ উইকেট পড়ে গেলেই খেলা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। স্কোর ॥ দ্বিতীয়দিন শেষে উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল ম্যাচ উত্তরাঞ্চল প্রথম ইনিংস প্রথমদিন শেষে ৩২৭/৪; জুনায়েদ ১৭২*, ধীমান ৫১* ও দ্বিতীয়দিন শেষে ৫০২/১০; ১৪১.১ ওভার (জুনায়েদ ১৮১, ধীমান ৬১, আরিফুল ৫০; তাইবুর ৩/৩৩)। মধ্যাঞ্চল প্রথম ইনিংস ১২০/৩; ৩৫ ওভার (সাইফ ৫২, মার্শাল ২৭, তাইবুর ১৬*; ইয়াসিন ২/৩৩)। দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ দক্ষিণাঞ্চল ইনিংস প্রথমদিন শেষে ৩৭৬/৬; (বিজয় ৮৯, জিয়াউর ৫৫*, সোহাগ ৪২*) ও দ্বিতীয়দিন ৪০৩/১০; ৯৬.৫ ওভার (জিয়াউর ৭২, সোহাগ ৪৬; এবাদত ৩/৮৫)। পূর্বাঞ্চল প্রথম ইনিংস ১৪৪/১০; ৪৩ ওভার (আবুল ৪৮, ইয়াসির ৪২; রুবেল ৫/২২, মুস্তাফিজ ২/৩২, সোহাগ ২/৩৯) ও দ্বিতীয় ইনিংস ৭৪/৫; ৩৭ ওভার (ইরফান ২৭, ইয়াসির ১৬; রাজ্জাক ২/৮)।
×