ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাত খুন মামলায় পলাতক ফাঁসির আসামি মাগুরায় গ্রেফতার

প্রকাশিত: ০৫:২০, ৬ ফেব্রুয়ারি ২০১৭

সাত খুন মামলায় পলাতক ফাঁসির   আসামি মাগুরায়  গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৫ ফেরুয়ারি ॥ নারায়ণগঞ্জে ৭ খুনের মামলায় ফাঁসির আদেশপ্রাপ্ত পলাতক আসামি সার্জেন্ট এনামুল কবিরকে (৩৮) রবিবার সকাল ১০টার দিকে গ্রেফতার করেছে মাগুরা পুলিশ। তাকে শহরের ভায়নার মোড় এলাকা থেকে গ্রেফতার করে। এনামুল কবিরের বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলার কাতলী গ্রামে। তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, ৭ খুনের ঘটনার পর থেকেই এনামুল কবির পলাতক ছিল। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শালিখা থানায় এসেছিল। এনামুল কবিরকে গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সকাল ১০টায় মাগুরা শহরের ভায়নার মোড় এলাকা থেকে এনামুল কবিরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এনামুল কবির মাগুরা জেলার শালিখার কাতলী গ্রামের ইমারত হোসেন মোল্লার ছেলে। তাকে মাগুরায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে মাগুরা কারাগারে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের সংশ্লিষ্ট আদালত ও পুলিশকে এ ঘটনা অবহিত করা হয়েছে। মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, ৭ খুনের ঘটনার ফাঁসির দ-প্রাপ্ত পলাতক আসামি সার্জেন্ট এনামুল কবিরকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সকাল ১০টায় শহরের ভায়নার মোড় এলাকা থেকে গ্রেফতার করে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে ।
×