ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আদমজী ক্যান্টনমেন্ট কলেজে আইটি কার্নিভাল ও পুরস্কার বিতরণী

প্রকাশিত: ০৫:০৯, ৬ ফেব্রুয়ারি ২০১৭

আদমজী ক্যান্টনমেন্ট কলেজে আইটি কার্নিভাল ও পুরস্কার বিতরণী

বাংলাদেশ স্কুল ও কলেজ পর্যায়ে দ্বিতীয়বারের মতো ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট কলেজে আইটি ক্লাবের উদ্যোগে শনিবার আইটি কার্নিভাল-২০১৭ সমাপ্ত হয়। কার্নিভালের সমাপনী দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মোঃ সালাউদ্দিন মিয়াজি, আরসিডিএস, পিএসসি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের আইটি কার্নিভাল আয়োজন শিক্ষার্থীদের তথ্য ও প্রযুক্তির ব্যবহারের ব্যাপারে তাদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি করবে বলে প্রধান অতিথি মত প্রকাশ করেন। তিনদিনব্যাপী অনুষ্ঠিত এই কার্নিভাল শুরু হয় গত ২ ফেব্রুয়ারি। কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী। ওই কার্নিভালে অনুষ্ঠিত হয় প্রোগ্রামিং কন্টেস্ট, আইটি অলিম্পিয়াড, কুইজ সাইবার গেমিং, দেয়াল পত্রিকা, মোবাইল গেমিং, প্রোজেক্ট ডিসপ্লে এবং আইটি সেমিনার। এতে দেশের প্রায় ১৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ৩ শ’ ৩৭ শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। প্রোগ্রামিং প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী শিহাব সাহারার আহমেদ এবং কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী জাইয়ান আহানাফ রহিম।-বিজ্ঞপ্তি বঙ্গবন্ধু কৃষি ভার্সিটিতে এনইএফ উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান ৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নাগো প্রাকৃতিক পরিবেশ ফাউন্ডেশনের (এনইএফ) এ শিক্ষাবিষয়ক বৃত্তি প্রদান অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহ্Ÿুবর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জাপানের এনইএফ’র প্রেসিডেন্ট প্রফেসর ড. রাইউতারোতাসুকা প্রধান অতিথি এবং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. মাকোতো কোমোদা বিশেষ অতিথি ছিলেন। বিশ^বিদ্যালয়ের পরিচালক (আন্তর্জাতিকবিষয়ক) প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম ও এন এফপি বাংলাদেশ স্কলারশিপ’র সমন্বয়ক অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও দেশের সরকারী বিশ^বিদ্যালয়ের নির্বাচিত বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
×