ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কালাইয়ে দুর্নীতি মামলা ॥ সাবেক পৌর মেয়র জেলহাজতে

প্রকাশিত: ০৪:২১, ৬ ফেব্রুয়ারি ২০১৭

কালাইয়ে দুর্নীতি মামলা ॥ সাবেক পৌর মেয়র জেলহাজতে

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৫ ফেব্রুয়ারি ॥ কালাই পৌরসভার দুটি হাট ও একটি বাজার ইজারাস্বত্ব লঙ্ঘন করে ইজারা দেয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় রবিবার কালাই পৌরসভার সাবেক মেয়র কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জয়পুরহাট জেলা কারাগারের পরিদর্শন কমিটির সদস্য মোঃ তৌফিকুল ইসলাম তালুকদার বেলালকে আদালত জেলহাজতে পাঠিয়েছে। জানা যায়, বাংলা ১৪১৮ সালে কালাই হাট ও কালাই এবং পাঁচশিরা বাজার ইজারার জন্য বিজ্ঞপ্তি দিলে কালাই এলাকার রেজাউল করিম নামে একজন হাট ইজারাদার ব্যবসায়ী দরপত্র অংশ নিয়ে ১৫ লাখ ৮০ হাজার টাকায় হাট ও বাজার ৩টি ইজারা নেয়। নিয়ম অনুযায়ী জামানত হিসেবে ৪ লাখ ৭৭ হাজার টাকা পে-অর্ডার দাখিল করে। দরপত্রের ৬নং শর্ত লংঘন করে দাখিলকৃত দরে পরবর্তীতে ১১ লাখ ৮২ হাজার টাকা ইজারা মূল্য ভ্যাট ২ লাখ ৩৭ হাজার ও আয়কর ৭৯ হাজার টাকা ৭ দিনের মধ্যে জমা না দিয়ে ১৪১৮ সালের হাটবাজার ইজারা চুক্তি সম্পাদন করে। একইভাবে পরবর্তীতে ১৪১৯ সালে একই হাট ও বাজার ১৫ লাখ ৯৫ হাজার টাকায় ইজারা গ্রহণ করা হয়। যথারীতি ৫ লাখ ৩০ হাজার টাকা পে-অর্ডার জমা হয়। ইজারাশর্তে ১০ লাখ ৭৪ হাজার ৭৫০ টাকা ইজারামূল্য, ভ্যাট ২ লাখ ৩৯ হাজার ২শ’ ৫০, আয়কর ৭৯ হাজার ৭শ’ ৫০ টাকা সরকারী কোষাগারে এবং অবশিষ্ট টাকা পৌর কোষাগারে জমা দেয়ার কথা থাকলেও জমা ছাড়াই ইজারা প্রদান করা হয়। রবিবার কালাই পৌরসভার সাবেক মেয়র মোঃ তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত উভয় পক্ষের শুনানি অন্তে তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
×