ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যশোরে মুক্তিযোদ্ধা ভাতা নেয় ৭ রাজাকার

প্রকাশিত: ০৪:১৯, ৬ ফেব্রুয়ারি ২০১৭

যশোরে মুক্তিযোদ্ধা ভাতা নেয় ৭ রাজাকার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সদর উপজেলার যাচাই বাছাইয়ে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাপ্রাপ্ত ৭ চিহ্নিত রাজাকার শনাক্ত হয়েছে। এছাড়া শান্তি কমিটির এক সদস্যসহ ও ৭১ সালের পরে জন্ম নেয়া দু’জন ভুয়া মুক্তিযোদ্ধাকে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে শতাধিক গেজেটভুক্ত ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল হচ্ছে এবং ৩৮ নতুন মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা সূত্রে এ তথ্য জানা গেছে। এতে চিন্তিত হয়ে পড়েছেন মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাপ্রাপ্ত ভুয়া মুক্তিযোদ্ধারা। তবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের চিন্তার কোন কারণ নেই বলে জানিয়েছেন যাচাই-বাছাই কমিটি সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, মহান মুক্তিযুদ্ধে চিহ্নিত রাজাকারের মধ্যে হৈবৎপুরের লাউখালির ‘র’ আদ্যাক্ষর, সমসপুরের ‘ই’ আদ্যাক্ষর, নিশ্চিন্তপুরের ‘ম’ আদ্যাক্ষর, দৌলতদিহির ২ জন ‘আ’ ও ‘ম’ আদ্যাক্ষর, বারান্দিপাড়ার শান্তি কমিটির ‘না’ আদ্যাক্ষর রয়েছে। এছাড়া ৭১ সালের পর জন্ম নেয়া ২ জনের মধ্যে লেবুতলার ‘ম’ আদ্যাক্ষর ও জেল রোডের ‘ম’ আদ্যাক্ষর (মুক্তিযোদ্ধা!) রয়েছেন। যাদের বিরুদ্ধে ইতিপূর্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বন্ধের আবেদন করা হয়েছিল। সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ ঘোষ জানান, সদর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। সদর উপজেলার উন্মুক্ত প্রাঙ্গণে ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এ কার্যক্রম শনিবার সম্পন্ন হয়। তবে গেজেটভুক্ত হওয়া মুক্তিযোদ্ধা; যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের শুনানি আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। তিনি বলেন, শনিবার ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তা তালিকাদ্বয়ের বাইরে শুধু গেজেটভুক্ত বা সরকারী চাকরি গ্রহণের সময় ঘোষণা প্রদানকৃত বা শুধুমাত্র সাময়িক সনদপ্রাপ্ত এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল প্রদত্ত প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরিত সনদপত্রধারীদের যাচাই বাছাই কার্যক্রম পরিচালিত হয়। আগামী শুক্রবার শুধুমাত্র অভিযুক্তদের শুনানি হবে। তারপর পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, স্বচ্ছতার জন্য প্রকাশ্যে গণশুনানি হয়েছে। তিনি বলেন, যাচাই-বাছাই আওতাভুক্ত ফলাফল চূড়ান্ত হিসেবে গণ্য হবে। সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে জানা গেছে, এ উপজেলায় মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ১ হাজার ৯১ জন। এছাড়া মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হওয়ার জন্য নতুন আবেদন জমা পড়ে ৭শ’ ২৮ জনের। এর মধ্যে ১শ’ ৭৬ জনই পৌরসভার বাসিন্দা।
×