ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইন্টার্নদের সঙ্গে বিরোধ

ঢামেক জরুরী বিভাগ বন্ধ করার আধা ঘণ্টা পর চালু

প্রকাশিত: ০৭:৫১, ৫ ফেব্রুয়ারি ২০১৭

ঢামেক জরুরী বিভাগ বন্ধ করার আধা ঘণ্টা পর চালু

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বিরোধের জেরে বন্ধের প্রায় আধাঘণ্টা পর ফের চালু হয়েছে হাসপাতালটির জরুরী বিভাগ। শনিবার রাতে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) ও হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় সঙ্কটের সমাধান হয়। আধাঘণ্টা সময়ে হাসপাতালের সামনে জরুরী রোগীদের ভিড় জমে যায়। এ সময় চিকিৎসার জন্য আনা জরুরী রোগীদের মধ্যে কয়েকজনকে অন্য হাসপাতালে নেয়া হয়। ঢামেক সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন একটি শিশুর স্বজনদের সঙ্গে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ডাঃ কাঁকন ও একজন মেডিক্যাল অফিসারের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ঝামেলা হয়। এসময় স্বজনেরা উত্তেজিত হয়ে একটি কাঁচের দেয়ালে আঘাত করলে তা ভেঙে গিয়ে ডাঃ কাঁকনের হাত কেটে যায়। তিনি বিষয়টি সহকর্মীদের জানালে ইন্টার্ন চিকিৎসকরা ক্ষুব্ধ হয়ে জরুরী বিভাগের প্রধান ফটক বন্ধ করে দেন। তবে তার আগেই শিশুটিকে রেখে হাসপাতাল থেকে বেরিয়ে যান স্বজনেরা। পরে বিএমএ’র সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন ও ঢামেক হাসপাতালের উপ-পরিচালক খাজা আব্দুল গফুর ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন। আধাঘণ্টা বন্ধ থাকার পর রাত সাড়ে ১০টার দিকে প্রধান ফটক খুলে দেয়া হয়। এ বিষয়ে খাজা আব্দুল গফুর বলেন, একটু ঝামেলা হয়েছিল। আমরা মিটমাট করে দিয়েছি। ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ইফাজ সামি জানান, তারা কর্তৃপক্ষের কাছে হাসপাতালের ভেতরে নিরাপত্তা দাবি করেছেন। কর্তৃপক্ষ তাদের এ ব্যাপারে আশ্বস্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
×