ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্যারিসে জাদুঘরের বাইরে সৈন্যের ওপর জঙ্গী হামলা

প্রকাশিত: ০৭:৪৭, ৪ ফেব্রুয়ারি ২০১৭

প্যারিসে জাদুঘরের বাইরে সৈন্যের ওপর জঙ্গী হামলা

জনকণ্ঠ ডেস্ক ॥ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামের বাইরে শুক্রবার এক সেনা সদস্যের ওপর জঙ্গী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ২৯ বছর বয়সী এক যুবক ছুরি হাতে আল্লাহু আকবর বলে এই হামলা চালায়। হামলার পর ওই ব্যক্তির ওপর নিরাপত্তার দায়িত্বে থাকা সৈন্যরা গুলি করে। হামলাকারীর জন্ম মিসরে বলে ধারণা করা হচ্ছে। ফরাসি পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, ওই ব্যক্তি মিউজিয়ামের বাইরে আন্ডারগ্রাউন্ড শপিং এরিয়ায় ঢোকার চেষ্টা করছিল। খবর বিবিসি অনলাইনের। ওই ব্যক্তির হামলায় নিরাপত্তার দায়িত্বে থাকা একজন সৈন্য আহত হওয়ার পর অন্যরা তাকে পাঁচটি গুলি করেন। তার কাছে একটি ব্যাগ থাকলেও তাতে বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। এ ঘটনার পর ল্যুভর মিউজিয়াম থেকে দর্শনার্থীদের সরিয়ে দিয়ে ব্যাপক নিরাপত্তা তল্লাশি শুরু হয়।
×