ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ নয়া এমডি নিয়োগ প্রক্রিয়ায় নিয়মের ব্যত্যয় ঘটেনি

প্রকাশিত: ০৫:০৮, ৪ ফেব্রুয়ারি ২০১৭

ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ  নয়া এমডি নিয়োগ  প্রক্রিয়ায় নিয়মের  ব্যত্যয় ঘটেনি

স্টাফ রিপোর্টার ॥ নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ প্রক্রিয়ায় কোন ধরনের নিয়মের ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। কয়েকটি পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, ব্যবস্থাপনা পরিচালক পদ শূন্য হওয়ার পরিপ্রেক্ষিতে ব্যাংকের পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে, প্রচলিত আইন ও বিধিবিধান সম্পূর্ণরূপে অনুসরণ করে এবং নিয়ন্ত্রক সংস্থার যথাযথ অনুমোদনক্রমে দেশের ব্যাংকিং জগতের একজন সুদক্ষ, বিজ্ঞ ও দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্বকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগদান করা হয়েছে, যিনি ইতোপূর্বে কয়েকটি ব্যাংকে সুনামের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক পদের দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের পরিচালনা পর্ষদের সভার সকল নোটিস দেশের প্রচলিত আইন, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও ব্যাংকের সংঘবিধি অনুযায়ী দেশী-বিদেশী নির্বিশেষে সকল পরিচালকের নিকট নিয়মিত ও যথাসময়ে প্রদান করা হয়ে থাকে।
×