ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা চলছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮:১৯, ৩ ফেব্রুয়ারি ২০১৭

মিয়ানমারের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা চলছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সঠিক কোন হিসাব নেই। তাদের সংখ্যা জানার চেষ্টা চলছে। পাশাপাশি চলছে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক আরও উন্নয়নের চেষ্টা। বৃহস্পতিবার ঢাকার পিলখানায় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দফতরে বাহিনীর বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়কদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে মন্ত্রী সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত বিজিবির বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়কদের সঙ্গে বৈঠক করেন। সম্মেলন শেষে মন্ত্রী বলেন, বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের প্রকৃত কোন সংখ্যা তাদের কাছে নেই। তবে প্রকৃত সংখ্যা জানার চেষ্টা অব্যাহত আছে। বিভিন্ন সময় ৪৫ বা ৬৫ হাজার মিয়ানমারের নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন বলে বিভিন্ন মাধ্যমের রেফারেন্স হিসেবে বিজিবি মহাপরিচালক বিষয়টি বলেছেন। এর আগে বুধবার মেহেরপুরে এক অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন সীমান্তে হত্যা নিয়ে বক্তব্য দেন। সে বিষয়ে মন্ত্রী বলেন, বিজিবির মহাপরিচালক মেহেরপুরে যা বলেছেন তা সঠিকভাবে গণমাধ্যমে আসেনি। বিএসএফ মহাপরিচালক বিজিবি মহাপরিচালককে বলেছেন, ভারত সীমান্তে গিয়ে অনেক বাংলাদেশী সহিংস হয়ে ওঠেন। এজন্য বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়। এই কথাটিই বিজিবি মহাপরিচালক বলেছেন। কিন্তু ভুলবশত কথাটি বিএসএফের মহাপরিচালকের পরিবর্তে বিজিবি মহাপরিচালকের বরাত দিয়ে এসেছে।
×