ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনী সহিংসতা

দিনাজপুরে শিবিরের ৪৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ০৪:০১, ৩ ফেব্রুয়ারি ২০১৭

দিনাজপুরে শিবিরের ৪৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ নির্বাচনী সহিংসতার মামলায় দিনাজপুরে উপজেলা জামায়াতের আমিরসহ ৪৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দিনাজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমদ খানসামা উপজেলার পাকেরহাটে নির্বাচনী সহিংসতার মামলায় উপজেলা জামায়াতের আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক সিরাজীসহ জামায়াত-শিবিরের ৪৭ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। বৃহস্পতিবার মামলার নির্ধারিত তারিখে ৪৭ জন অনুপস্থিত থাকায় বিচারক সকলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি খানসামা উপজেলার পাকেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০ম জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন জামায়াত-শিবির ক্যাডাররা ওই কেন্দ্রে হামলা চালিয়ে ভোট গ্রহণে কর্তব্যরত প্রিসাইডিং অফিসারসহ কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নাশকতা করে ভোট গ্রহণে বাধা এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে। দিনাজপুরে দুই ট্রাকে ডাকাতি স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বুধবার রাতে দিনাজপুরে সড়ক ডাকাতিতে সিমেন্ট বোঝাই ২টি ট্রাকের ব্যবসায়ী ও চালকের ৭৫ হাজার টাকা লুট করা হয়েছে। দিনাজপুর শহরের পুলহাট এলাকার ট্রাক চালক আবেদ আলী জানান, বুধবার রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার কলাবাড়ী নামকস্থানে গাছ ফেলে একদল ডাকাত ২টি সিমেন্ট বোঝাই ট্রাকে ডাকাতি করে ৭৫ হাজার টাকা লুট করে। ডাকাতরা ট্রাকে থাকা ব্যবসায়ী শামসুল আলম ও ট্রাক চালক হামিদুল হকের কাছে থাকা ৭৫ হাজার টাকা, ৪টি মোবাইল সেট ও ৩টি হাতঘড়ি লুট করে। বাগেরহাটে ব্রিজ ভেঙ্গে পড়ায় ৮ গ্রামের মানুষের দুর্ভোগ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সদর উপজেলার আশাবুনিয়া খালের ব্রিজটি ভেঙ্গে পড়েছে। ফলে ওই এলাকার ৮ গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন। বৃহস্পতিবার সকালে ব্রিজটি ভেঙ্গে খালে পড়ে যায়। সকালে এলাকাবাসীসহ স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা বিৃজটি ভাঙ্গা থাকায় তারা যেতে পারেনি। কাফুরপুরা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা জানায়, সকালে মাদ্রাসায় যাবার পথে ব্রিজটি ভাঙ্গা দেখতে পান। ফলে তারা মাদ্রাসায় যেতে পারিনি। স্থানীয় প্রাক্তন ইউপি সদস্য ওমর আলী বলেন, সকালে হঠাৎ করে আশাবুনিয়া খালের ব্রিজ ভেঙ্গে পড়ে। এরপর থেকে ৮টি গ্রামের লোকজনের চলাচল বন্ধ হয়ে গেছে। বিব্রটি পুরাতন হয়ে গিয়েছিল। দ্রুত এটি নির্মাণ না করা হলে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়বে। বাগেরহাট সদর উপজেলার আশাবুনিয়া খালের দুই প্রান্তে বারুইপাড়া, কার্তিকদিয়া, সাহেবাহার, পারকুরশাইল, উজলপুর, কুরশাইল, ডুমুরিয়াসহ ৮টি গ্রামের হাজার হাজার পথচারী পড়েছে নানা দুর্ভোগে। পাবনায় বইমেলা শুরু নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২ ফেব্রুয়ারি ॥ পাবনায় ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির উদ্যোগে ও বইমেলা উৎযাপন পরিষদের ব্যবস্থাপনায় মাসব্যাপী বইমেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী বুধবার সন্ধ্যায় শুরু হয়েছে। শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন চত্বরে বইমেলা ও পুস্তক প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান ও পযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসার ড. আল-নকীব চৌধুরী। বইমেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাইব্রেরির মহাসচিব আব্দুল মতীন খান, বইমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ। স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২ ফেব্রুয়ারি ॥ বৃহস্পতিবার কালকিনি উপজেলার শশিকর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নলিনী রঞ্জন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আ ফ ম বাহউদ্দিন নাছিম। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, কালকিনি পৌর মেয়র এনায়েত হোসেন, নবগ্রাম এলাকার ইউপি চেয়ারম্যান বিভূতি ভূষণ বাড়ৈ, এ্যাডভোকেট বিদ্যুত কান্তি বাড়ৈ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সরদার নিজামুল হক প্রমুখ।
×