ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গজারিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

প্রকাশিত: ০৩:৫৯, ৩ ফেব্রুয়ারি ২০১৭

গজারিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক সহিদুজ্জামান জুয়েল ও তার সহোদর গজারিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম মন্টুসহ চার সহযোগীর নাম উল্লেখ ও অজ্ঞাত সাত থেকে আট জনের বিরুদ্ধে বৃহস্পতিবার গজারিয়া থানায় মামলা করেছেন ব্যবসায়ী আব্দুস সাত্তার। এর আগে বুধবার রাতে বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান সহিদুজ্জামান জুয়েল তার সহোদর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মন্টু ও তার অনুগত সুজন, সুমন ও বাবুর বিরুদ্ধে অশ্লীল ভাষায় হুমকি দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে পৃথক একটি সাধারণ ডায়েরি (জিডি) রুজু করেছেন বালুয়াকান্দির ছোট রায় পাড়ায় অবস্থিত এএম অট্রো ব্রিকস (ইটের ভাঁটির) ব্যবস্থাপক মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান শেখ। মামলাটির বাদী জানান, বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামের তার কাছে কয়েকদিন ধরে দশ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। বুধবার ব্যবসায়ীক কাজে বাউশিয়া এলাকায় যাওয়ার পথে বালুয়াকান্দি মেঘনা ভিলেজের পাশে ব্যবসায়ী আব্দুস সাত্তার ও তার সহযোগীদের গতিরোধ করে চেয়ারম্যান ও তার সহযোগীরা দশ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দাবির মামলা ও অশ্লীল ভাষায় হুমকি দিযে ভয়ভীতি দেখানোর অভিযোগে করা জিডির আসামি চেয়ারম্যানের সহোদর সাইফুল ইসলামের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত সুমন, সুজন ও বাবুর বিরুদ্ধে মাদক ব্যবসা করার তথ্য জানা গেছে স্থানীয়দের কাছে। ভুয়া মুক্তিযোদ্ধার সনদপত্র বাতিল দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২ ফেব্রুয়ারি ॥ বৃহস্পতিবার দুপুরে মহাদেবপুরে ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদপত্র বাতিল ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। স্থানীয় বাসস্ট্যান্ডে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত তরুণ প্রজন্মের উদ্যোগে এই মানববন্ধন করা হয়। বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধনে শিক্ষক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে এ দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়েজুল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদন, আওয়ামী লীগ নেতা প্রভাষক কাজী বেলাল, বিশ্বনাথ অধিকারী গোপাল, যুবলীগ নেতা অনুকূল চন্দ্র সাহা বুদু, সাংবাদিক ও নাট্যকার আজাদুল ইসলাম আজাদ প্রমুখ।
×