ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিভোর হত্যা ॥ খুনী আল আমিনের স্বীকারোক্তি

প্রকাশিত: ০৮:১৮, ২ ফেব্রুয়ারি ২০১৭

বিভোর হত্যা ॥ খুনী আল আমিনের স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার ॥ সোমবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগে ছুরিকাঘাতে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর খুদে শিক্ষার্থী রেদোয়ান ইসলাম বিভোর হত্যার দায় স্বীকার করে খুনী আল আমিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। বিভোরের পিতার কাছে চাঁদার টাকা না পেয়ে এবং পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকা-ের ঘটনাটি ঘটায় বলে আদালতে আল আমিন স্বীকার করে। গ্রেফতারকৃত অপরজন আল আমিনের সৎ ভাই আরমিনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এদিকে আল আমিনের ফাঁসির দাবিতে নিহত বিভোরের স্কুল, যাত্রাবাড়ী থানা ও খুনী আল আমিনের বাড়ির সামনে বিক্ষোভ করেছে স্কুলটির শিক্ষার্থী ও স্থানীয়রা। যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগের ৬০/সি নম্বর নিজ বাসার সামনে স্থানীয় সন্ত্রাসী আল আমিন (২৪) ছুরিকাঘাতে রেদোয়ান ইসলাম বিভোরকে (১১) হত্যা করে। এ ঘটনায় দায়েরকৃত মামলার বাদী বিভোরের পিতা জনকণ্ঠকে বলেন, বিভোর খুন হওয়ার পর সে ছাদ থেকে পড়ে মারা গেছে বলে গুজব ছড়িয়ে দেয় আল আমিনের পিতা আব্দুল মান্নান মুন্সী ও আল আমিনের সৎ ভাই আরমিন। গুজব ছড়িয়ে তাদের দ্রুত পালাতে সহায়তা করার অভিযোগে আল আমিনের পিতা ও সৎ ভাইকে এ মামলায় আসামি করা হয়েছে। হত্যাকা-ে আল আমিন ছাড়া অপর দুই আসামির পরোক্ষ মদদ আছে বলেও তিনি দাবি করেন। তার দাবি, আল আমিন বহুদিন নানা অপকর্মে জড়িত। আল আমিনকে যদি তার পিতা সঠিকভাবে শাসন করত, তাহলে হয়ত তার ছেলেকে এভাবে খুন হতে হতো না।
×