ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাইনুল হোসাইন সাগর

ভাল বই ভাল মানুষ

প্রকাশিত: ০৩:৫৭, ২ ফেব্রুয়ারি ২০১৭

ভাল বই ভাল মানুষ

মোতাহের হোসেন চৌধুরী তার “শিক্ষা ও মনুষ্যত্ব” প্রবন্ধে বলেছেন “ জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। শিক্ষাই আমাদের মানবসত্তার ঘরে নিয়ে যেতে পারে”। আর এই শিক্ষার মাধ্যম হচ্ছে বই। ভাল বই পড়া মানুষকে বিনয়ী ও অন্যায়ের প্রতিবাদ করতে শিক্ষা দেয়। শেখায় সমাজ ব্যবস্থাকে প্রগাড় বিশ্লেষণ করতে এবং সমস্যা সমাধান করতে। বর্তমান পৃথিবীর ক্ষমতার অপব্যবহারকারীরা বুঝতে পেরেছে মানুষ যদি ভাল বই পড়ে, ভাল চিন্তা করে এবং অবহেলিত মানুষের পক্ষে কথা বলে তাহলে তাদের ব্যক্তিগত সুযোগ-সুবিধা ব্যাহত হবে। তাই তারা মানুষকে যন্ত্রের মত ব্যস্ত রেখে “চিন্তার বিরুদ্ধে যুদ্ধ করছে”(ধিৎ ধমধরহংঃ ঃযড়ঁমযঃ) যদি আমাদেরকে জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ করতে হয় তাহলে ভাল বই পড়ার গুরুত্ব অনেক। ভাল বইয়ের কথা বলছি কারণ, মানুষ তার এই ছোট জীবনে সব বই পড়ে শেষ করতে পারবে না তাই তাকে একাডেমিক গবেষণা সম্পন্ন বই পড়া উচিৎ। আরেকটা প্রশ্ন মনে জাগতে পারে, কেন আমরা জ্ঞানভিত্তিক সমাজের কথা বলছি? বলছি এই কারণে যে- একজন সুস্থ, সুন্দর ও স্বাভাবিক মনের মানুষই পারে সমাজকে সঠিকভাবে নেতৃত্ব দিতে। যেই নেতৃত্ব সমাজে আন্তঃমানবিক সম্পর্ক তৈরি করবে এবং অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হবে। জানতে হবে পৃথিবী ও মহাবিশ্বকে। প্রশ্ন করা শিখতে হবে। আর এই জানা ও প্রশ্ন করা তৈরি হয় জীবন নির্ভর বই পড়ার মাধ্যমে। আরেকটা ব্যাপারে সজাগ হওয়া দরকার, আমরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যে পদ্ধতিতে পড়াশোনা করছি তা শুধু পরীক্ষায় ভাল নম্বর পাওয়া এবং পরীক্ষায় পাস করা । এটা গোটা জাতির জন্য মহাআত্মঘাতী । এই শিক্ষা পদ্ধতি আমাদেরকে চিন্তা করতে সময় দেয় না। বই পড়া আমাদের নিজস্ব সত্তাকে খুঁজে পেতে সাহায্য করবে। আগামীর কর্ণধার হিসেবে স্বপ্ন দেখছি, যেখানে জ্ঞানভিত্তিক সমাজ, সব প্রাণীর জন্য হুমকির কারণ হবে না। আধুনিকতার এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বই পড়া একান্ত জরুরী। এবারের বই মেলা থেকেই প্রতিজ্ঞা হোক ভাল বই পড়া এবং সমাজ নির্মাণে দেশ উপযোগী জ্ঞানকে কাজে লাগানো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ থেকে
×