ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র অত্যন্ত আন্তরিক ॥ বার্নিকাট

প্রকাশিত: ০৫:৪৩, ১ ফেব্রুয়ারি ২০১৭

রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র অত্যন্ত আন্তরিক ॥ বার্নিকাট

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সমস্যা সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। রোহিঙ্গা সমস্যা সমাধানে তাঁর দেশ অত্যন্ত আন্তরিক। এজন্য তিনি এবারসহ দুবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন। খোঁজখবর নেন মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া নারী পুরুষদের। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় টেকনাফের লেদায় অনিবিন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। বার্নিকাট বলেন, রোহিঙ্গাদের দেখতে এ নিয়ে দুবার কক্সবাজারে এলাম। ক্যাম্প পরিদর্শনে এসে রাষ্ট্রদূত টেকনাফের লেদা আইএমও’র স্বাস্থ্য ক্লিনিকে কর্মরত এনজিও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে ক্যাম্প পরিদর্শন করে মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। কফি আনান কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দলের দুদিনের পরিদর্শন শেষ হতে না হতেই রোহিঙ্গা ইস্যু নিয়ে কক্সবাজার সফর এলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। মঙ্গলবার সকালে রোহিঙ্গা ক্যাম্প-বস্তি পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিনিধি দলের ৯ সদস্যও উপস্থিত ছিলেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে টেকনাফের লেদা ক্যাম্প, মুচনী নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প পরিদর্শন শেষে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শনে গিয়ে সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এ সময় মিয়ানমার সামরিক জান্তার নির্মম নির্যাতনের বর্ণনা তুলে ধরেন রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা। এর আগে সোমবার কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেনের সঙ্গেও বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত।
×