ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আজ পাঁচ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সার্চ কমিটির বৈঠক

২৮ রাজনৈতিক দলের ১২৫ নামের তালিকা

প্রকাশিত: ০৫:৪০, ১ ফেব্রুয়ারি ২০১৭

২৮ রাজনৈতিক দলের ১২৫ নামের তালিকা

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ২৮ রাজনৈতিক দলের পক্ষ থেকে মোট এক শ’ পঁচিশ জনের নামে তালিকা সার্চ কমিটি কাছে জমা দেয়া হয়েছে। সার্চ কমিটি রাজনৈতিক দলের দেয়া নামে তালিকা থেকে ২০ জনের নামের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছেন। মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (প্রশাসন ও বিধি) কাছে নামের তালিকা পৌঁছে দেয়া হয়েছে। রাজনৈতিক দলের নামে তালিকা পর্যালোচনা করতে সার্চ কমিটি মঙ্গলবার বেলা চারটায় সুপ্রীমকোর্টের জাজেজ লাউঞ্জে বৈঠকে বসেন। তবে ইসি গঠনে রাষ্ট্রপতির সঙ্গে অংশ নেয়া ৩১ রাজনৈতিক দলের কাছে সার্চ কমিটি পক্ষ থেকে চিঠি পাঠানো হলেও মঙ্গলবার শেষ সময় পর্যন্ত দুটি দল নামের কোন তালিকা পাঠাননি। বিকল্পধারা শেষ সময়ের পরে সন্ধ্যার দিকে নামের তালিকা জমা দিয়েছে। ফলে তাদের দেয়া তালিকা পর্যালোচনা করা হয়নি। অপর দিকে জাসদ (রব) ও সিপির পক্ষ থেকে সার্চ কমিটি কাছে চিঠি দিলেও তারা কোন নামের তালিকা জমা দেননি। তারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নামের তালিকা চাওয়া বিরোধিতা করে আসছেন। রাজনৈতিক দলের পক্ষ থেকে পাওয়া এসব নামের তালিকা নিয়ে পর্যালোচনা করতে মঙ্গলবার বিকেল চারটায় সার্চ কমিটি বৈঠকে বসে। প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের বলেন, আমরা মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত ২৮ রাজনৈতিক দলের কাছ থেকে নামের তালিকা পেয়েছি। রাজনৈতিক দলের পক্ষ থেকে ১২৫টি মতো নামের তালিকা জমা দেয়া হয়েছে। সেখান থেকে সার্চ কমিটি বাছাই করে ২০ জনের নামের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছেন। ইসি গঠনে যোগ্য ব্যক্তিদের বাছাই করতে সার্চ কমিটি বৈঠক অব্যাহত থাকবে। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা ভাল ভাল নামের তালিকা পেয়েছি। তবে যেসব নাম বাছাই করা হয়েছে তা প্রকাশ করা হবে না। এছাড়া রাজনৈতিক দল যেসব নামের তালিকা দিয়েছে তাও প্রকাশ করা হবে না। যেহেতু রাজনৈতিক দলের দেয়া এসব নামের তালিকা গোপন আমানত। তারা গোপনীয় ভাবে এ নামগুলো জমা দিয়েছেন। সার্চ কমিটি তাদের নাম প্রকাশ করবে না। তিনি জানান, সার্চ কমিটি যারা আছে তারা অনেক সম্মানিত ব্যক্তি। রাজনৈতিক দলের বাইরে তারা নিজেদের অভিজ্ঞায়ও নাম বাছাই করবেন। আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে ইসি গঠনে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা বাছাই করবে সার্চ কমিটি। গত ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে ৬ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেন। কমিটি গঠনের পর এখন পর্যন্ত তারা তিনটি বৈঠকে সম্পন্ন করেছেন। গত শনিবার ২৮ ফেব্রুয়ারি তারা সুপ্রীমকোর্টের জাজেজ লাউঞ্জে প্রথম বৈঠকে বসেন। প্রথম বৈঠকে তারা নিজের কাজের পদ্ধতি ও ধরন নিয়ে আলোচনা করেন। প্রথম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের অংশ নেয়া ৩১ রাজনৈতিক দলের কাছে ইসির গঠনের ৫ জন করে নামের তালিকা আহ্বান করেন। সার্চ কমিটি আহ্বানে সারা দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিসহ মোট ২৮ রাজনৈতিক দল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের নামের তালিকা পাঠান। যদিও রাজনৈতিক দলগুলো তাদের পাঠানো নামের তালিকা গোপন রেখেছেন। এমনি মন্ত্রিপরিষদ সচিব বলেছেন গোপনীয় জমা দেয়া এ নাম সার্চ কমিটি প্রকাশ করবে না। আওয়ামী লীগের নামের তালিকা ॥ তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, দল দুটি পাঁচটি করে নামের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগের পাঠিয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে যাদের নাম প্রস্তাব করা হয়েছে তাদের মধ্যে রয়েছে মোল্লা ওয়াহিদুজামান, পুলিশের সাবেক আইজিপি নুর মোহাম্মদ, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আব্দুল করিম, মঞ্জুর হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাবেক প্রধান তথ্য কমিশনার সাদেকা হালিম। বিএনপির নামের তালিকা ॥ অপর পক্ষে বিএনপির পক্ষ থেকে যেসব নামের তালিকা জমা দেয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফয়েল আহমেদ যিনি গত সোমবার সার্চ কমিটির আমন্ত্রণে বিশিষ্ট ব্যক্তি হিসেবে পরামর্শ বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া অন্য নামের তালিকায় রয়েছে বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর সালেহ উদ্দিন আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তাসকিম এ সিদ্দীকী, সাবেক সচিব আসাফুদ্দৌলা, মেজর জেনারেল (অব) ফজলুর রহমান। মঙ্গলবার সার্চ কমিটি বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের আরও বলেন, ২৮ রাজনৈতিক দলের পক্ষ থেকে ভাল ভাল নাম জমা দেয়া হয়েছে। তবে আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্য রাজনৈতিক দলের তালিকায় কোন মিল না থাকলেও আমরা ভাল ভাল নাম পেয়েছি। তবে নামের তালিকা প্রকাশ করা হবে না। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে তারা সার্চ কমিটি কাজের স্বচ্ছতা বজায় রাখতে নামের তালিকা প্রকাশ করা আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা সাংবাদিকদের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ সচিবের এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, তারা নামের তালিকা প্রকাশ করার আহ্বান জানালেও সার্চ কমিটি তাদের সঙ্গে এ বিষয়ে একমত হননি। সার্চ কমিটি যেসব নাম বাছাই করছে তাও প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। বর্তমান ইসির মেয়াদ শেষ হয়ে আসায় নতুন কমিশন নিয়োগের জন্য রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ গত ১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করেন। ইসির নিবন্ধিত ৪০ রাজনৈতিক দল থাকলে রাষ্ট্রপতি আলোচনার জন্য ৩১ রাজনৈতিক দলকে চিঠি দেন। তাদের সঙ্গে আলোচনা শেষে ইসি নিয়োগের জন্য তিনি ছয় সদস্যে বাছাই কমিটি গঠন করেন। বাছাই কমিটি এসব রাজনৈতিক দলের কাছে ৫ জন করে নামের তালিকা আহ্বান করলেও মঙ্গলবার শেষদিন বেলা ৩টা পর্যন্ত মোট ২৮ রাজনৈতিক দল তাদের নামের তালিকা পাঠান। তবে জানা গেছে, বিকল্প ধারা নির্ধারিত সময়ে পরে সন্ধ্যার দিকে তাদের পক্ষ থেকে ৫ জনের নামের তালিকা জমা দিয়েছেন। ফলে তাদের নামের তালিকা পর্যালোচনা করা হয়নি। এছাড়া গণফোরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফ মজলিস তাদের নামের তালিকা পাঠায়নি। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ সচিবালয়ে নামের তালিকা জমা দেন। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও চেয়ারপার্সনের একান্ত সচিব আবদুস সাত্তার দুপুর সাড়ে ১২টার দিকে ৫ সদস্যের একটি নামের তালিকা জমা দেন। এছাড়া সিপিবি ও জাসদ (বর) সার্চ কমিটি কাছে চিঠি দিলে কোন নামের তালিকা দেয়নি। সিপিবির পক্ষ থেকে ইসি গঠনের নাম প্রস্তাবের বিরোধিতা করে বলা হয়েছে এভাবে রাজনৈতিক দলগুলো নাম প্রস্তাব করলে ওই ব্যক্তিদের নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। মঙ্গলবার তারা এক বিজ্ঞপ্তিতে জানায় নাম চেয়ে সার্চ কমিটি যে চিঠি দিয়েছে তার জবাবে দলের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। সেখানে তারা উল্লেখ করা হয় কোন রাজনৈতিক দল যদি কোন নাম সুপারিশ করে সে ধরনের নাম ডিসকোয়ালিফাই করা উচিত। জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, তারা সার্চ কমিটির চিঠির জবাব দিলেও কোন নামের তালিকা জমা দেননি। মঙ্গলবার বিকেল চারটার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রাজনৈতিক দলগুলো দেয়া নামগুলো ছয় সদস্যের অনুসন্ধান কমিটির কাছে দেয়া হয়। কমিটির সদস্যরা এই নামগুলো যাচাই-বাছাই করতে সুপ্রীমকোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া নামের তালিকা থেকে সৎ?, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের তালিকা করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ভাল ভাল নাম পাওয়া গেছে। তবে রাজনৈতিক দলগুলোর নাম পবিত্র আমানত তাই আমরা প্রকাশ করব না। কমিটির সদস্যরা আবার বসবেন। যেসব রাজনৈতিক দলগুলো থেকে সার্চ কমিটির কাছে নামের তালিকা দেয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেÑ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্র্যাটি পার্টি (এলডিপি), কৃষক-শ্রমিক জনতা লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), সাম্যবাদী দল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাসদ (আম্বিয়া), বাসদ, গণতন্ত্রী পার্টি, খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, গণফ্রন্ট, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও জাকের পার্টি। ৫ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আজ আবার বৈঠক ॥ রাষ্ট্রপতি গঠিত সার্চি কমিটি আজ বুধবার ৫ বিশেষজ্ঞদের ব্যক্তিদের নিয়ে বৈঠক করবে। বেলা ১১টায় সুপ্রীমকোর্ট জাজেজ লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এসব ব্যক্তিদের কাছে চিঠি পাঠানো হয়েছে। ৫ জন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, ?ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ডেইলি স্টার সম্পাদক মাহ্আনাম, সমকালের সম্পাদক গোলাম সারওয়ার ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব) আবদুর রশীদ। সার্চ কমিটির প্রধান সুপ্রীমকোর্টের আপীল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সার্চ কমিটি সব সদস্যই মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন।
×