ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংসদে আলোচনা

অগ্নিসন্ত্রাসীদের বিচার হলে আর জঙ্গীবাদ সৃষ্টি হবে না

প্রকাশিত: ০৮:৫৬, ৩১ জানুয়ারি ২০১৭

 অগ্নিসন্ত্রাসীদের বিচার হলে আর জঙ্গীবাদ সৃষ্টি হবে না

সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারী দলের সংসদ সদস্যরা বলেছেন, মাত্র ৮ বছরেই সকল বাধা-বিপত্তি ও ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সবদিক থেকে উন্নয়ন-অগ্রগতির মহাসড়কে নিয়ে গেছেন। তরুণ প্রজন্মকে অত্যাধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। দেশ যখন সবদিক থেকেই এগিয়ে যাচ্ছে ঠিক তখনই খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত জোট নতুন নতুন ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত হয়েছে। অতীতের অগ্নিসন্ত্রাসী, নাশকতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে দেশে আর সন্ত্রাসবাদ-জঙ্গীবাদের সৃষ্টি হবে না। প্রথমে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং পরে ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তাঁরা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সরকারী দলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, কাজী রোজী, শিরিন নাঈম ও জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর। আলোচনার এক পর্যায়ে স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী রাত সোয়া ৮টার দিকে কোরাম সঙ্কটের বিষয়ে স্পীকারের দৃষ্টি আকর্ষণ করলে কিছুটা উত্তাপ ছড়ায় অধিবেশনে। সভাপতির আসনে থাকা ডেপুটি স্পীকার বলেন, ‘মাননীয় সদস্য, অধিবেশনে এখন ৬২ জন সংসদ সদস্য উপস্থিত। তাই কোরাম সঙ্কট হয়নি।’ এ সময়ে সংসদ লবিতে আড্ডারত বেশ ক’জন এমপিকে ছুটে এসে নিজ নিজ আসনে বসতে দেখা যায়।
×