ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন পরিকল্পনা নিয়ে মাঠে জামায়াত শিবির

প্রকাশিত: ০৪:৫২, ৩১ জানুয়ারি ২০১৭

নতুন পরিকল্পনা নিয়ে মাঠে জামায়াত শিবির

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে জামায়াত-শিবির। গ্রামে গ্রামে ছোট ছোট গ্রুপ করে মসজিদের ভিতরে বসে গোপন বৈঠক করছে তারা। বিশেষ করে রংপুর বিভাগের কয়েকটি জেলা বেছে নিয়ে জামায়াত শিবিরের নেতারা নতুন গোপন বৈঠক করছে। আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য যে সব এলাকায় রয়েছে সে সব এলাকা বেছে নিয়ে গোপন পরিকল্পনা করছে বলে জানা গেছে। পুলিশ জানায় গোপন বৈঠক করার সময় ডিমলা উপজেলার গ্রামে দুই শিবির নেতা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে। সেখানে রংপুর বিভাগের শীর্ষ শিবির নেতারাও উপস্থিত ছিলেন। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা সেখান হতে পালিয়ে যায়। আর যে দুই জন গ্রেফতার হয় তারা হলো সদর উপজেলার শুটিপাড়া গ্রামের সহির উদ্দিনের ছেলে ও ছাত্র শিবিরের নীলফামারী দক্ষিণ শাখার সেক্রেটারি মশিউর রহমান এবং সৈয়দপুর উপজেলার পূর্ব চাপড়া (ডাঙ্গাপাড়া) গ্রামের জিকরুল হকের ছেলে সৈয়দপুর উপজেলা ছাত্র শিবিরের অর্থ স¤পাদক আলামিন। ডিমলা থানার পুলিশ বলছে, ঘটনার দিন শনিবার সন্ধ্যা। এ সময় গোপন সংবাদ আসে ছাত্র শিবিরের ২৫/৩০ জনের দল নাউতারা ইউনিয়নের সাতজান পূর্বপাড়া জামে মসজিদে বসে গোপন বৈঠকে মিলিত হয়েছে। সেখানে রংপুর, লালমনিরহাট ও নীলফামারীর বিভিন্ন এলাকা হতে আসা ছাত্রশিবিরের নেতারা উপস্থিত রয়েছে। খবর পেয়ে ডিমলা থানার পুলিশ সেখানে ছুটে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ সময় ধাওয়া করে মশিউর রহমান ও আল আমিনকে গ্রেফতার করা হয়। তুচ্ছ ঘটনায় হামলা ॥ আহত ব্যবসায়ীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩০ জানুয়ারি ॥ বন্দরে প্রতিপক্ষের হামলার ঘটনায় আহত ব্যবসায়ী মনির হোসেন (৪৫) তিন দিন পর ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মারা গেছে। গত শুক্রবার ক্রিকেট খেলার সময় প্রতিপক্ষের লোকজন মনির হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার মদনপুর ইউপির কেওঢালা এলাকায় ক্রিকেট খেলা চলছিল। এ সময় বাবু মিয়া নামে এক যুবক কিশোর হৃদয়কে দিয়ে শফিকুলের দোকান থেকে সিগারেট আনতে পাঠায়। দোকানদার শফিকুল কিশোরের কাছে সিগারেট না দিয়ে তাকে শাসায়। এ ঘটনায় বাবু মিয়ার পক্ষে মাসুদ মিয়া ও তার লোকজন শফিকুলকে গালিগালাজ করে। এতে উভয় পক্ষে বাগবিত-া হয়। পরে তারা দলবল নিয়ে দোকানদার শফিকুলের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়।
×