ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় এক লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৪:৪৯, ৩১ জানুয়ারি ২০১৭

নওগাঁয় এক লাখ টাকা জরিমানা

খবর প্রকাশের জের নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩০ জানুয়ারি ॥ রবিবারের জনকণ্ঠে ‘নওগাঁয় দূষিত পানিতে ৫০ বিঘা আবাদ নষ্ট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ওইদিন বিকেলে মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর এসি আই ফুডস লিমিটেড (রাইসইউনিট) কারখানার এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ দূষণ ও ভোক্তা আইনে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মহাদেবপুরের ইউএনও জেবুন নাহার এ রায় দেন। নীলফামারী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, রাতের আঁধারে বোমা মেশিন বসিয়ে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করার দায়ে নীলফামারীর জলঢাকা উপজেলায় শাহাদাত হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাশেদুল হক প্রধান। এ সময় বালু ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বোমা মেশিনসহ সরঞ্জামাদি জব্দ করা হয়। নড়াইল-কালিয়া সড়কে বাস চলাচল বন্ধ নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৩০ জানুয়ারি ॥ ইজিবাইক শ্রমিকদের সঙ্গে বিরোধের জের ধরে নড়াইল-কালিয়া সড়কের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছে ইজিবাইক শ্রমিকরা। সোমবার বেলা ১১টার দিকে নড়াইল-কালিয়া সড়কের গোপালপুর-দীঘলিয়া এলাকায় অবস্থান নিয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। ইজিবাইক বহুমুখী সমবায় সমিতি নড়াইল-কালিয়া সড়কের নেতৃবৃন্দের অভিযোগ, নড়াইল-কালিয়া সড়কে ইজিবাইক চলাচলে বাস মালিক সমিতির লোকজন তাদের বাধা দেয়, এমনকি যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করে নামিয়ে দেয়। বিষয়টি বিভিন্ন সময়ে জেলা প্রশাসকসহ স্থানীয় সংসদ সদস্যদের কাছে জানিয়ে কোন লাভ হয়নি। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করা হয়েছে।
×