ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রুয়েটে শিক্ষার্থীদের লাঞ্ছিত করার অভিযোগ ॥ শিক্ষক অবরুদ্ধ

প্রকাশিত: ০৪:৪৮, ৩১ জানুয়ারি ২০১৭

রুয়েটে শিক্ষার্থীদের লাঞ্ছিত করার অভিযোগ ॥ শিক্ষক অবরুদ্ধ

রাবি সংবাদদাতা ॥ ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিলের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) চলমান আন্দোলনের তৃতীয় দিনে শিক্ষার্থীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার এবং হুমকি-ধমকি দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার সকালে আন্দোলনের প্রস্তুতি নেয়ার সময় রুয়েটের সেলিম হলের সামনে এবং দেশরতœ শেখ হাসিনা হলে এ ঘটনা ঘটে। তবে রুয়েট উপাচার্য শিক্ষার্থীদের লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে রুয়েটের শেখ হাসিনা হলে বেশ কয়েকজন শিক্ষককে ছয় ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখে ১৪ ও ১৫ সিরিজের আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার সকালে আন্দোলনরত শিক্ষার্থীদের নিবৃত করতে ওই হলে প্রবেশ করে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন শিক্ষকরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হল গেটে অবস্থান নিয়ে ওই শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে।
×