ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারতে পাচার নারীকে দুই বছর পর ফেরত

প্রকাশিত: ০৪:৪৫, ৩১ জানুয়ারি ২০১৭

ভারতে পাচার নারীকে দুই বছর পর ফেরত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৩০ জানুয়ারি ॥ অপহরণ করে ভারতে পাচার এক নারীকে (১৮) ফেরত এনেছে র‌্যাব। তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। গত ২৯ জানুয়ারি যশোরের বেনাপোল সীমান্তে গিয়ে বেনাপোল চেকপোস্টে বিজিবি-বিএসএফ, পুলিশ ও ইমিগ্রেশন পুলিশের সহায়তায় টাঙ্গাইলের র‌্যাব-১২-এর ৩নং কোম্পানির সদস্যরা মেয়েটিকে ফেরত আনে। এ ঘটনায় জড়িত পাচারচক্রের ১১ জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার দুপুরে র‌্যাবের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সামনে ফেরত নারীকে হাজির করা হয়। এ সময় র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, অপহৃতার মা ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর র‌্যাবের কার্যালয়ে এসে লিখিত অভিযোগ দেন। এতে তিনি উল্লেখ করেন, ২০১৫ সালের ১৭ আগস্ট তার মেয়েকে অপহরণ করা হয়। এরপর ২৫ সেপ্টেম্বর ভারতের অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইল ফোনে জানায় তার মেয়ে ভারতে আছে। তবে পাঁচ লাখ টাকা পাঠালে মেয়েকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ওই মোবাইল ফোনের সূত্র ধরে র‌্যাব-১২-এর ৩নং কোম্পানির সদস্যরা অনুসন্ধান চালায়। র‌্যাব সদর দফতরসহ ইন্টারপোলের সহায়তা চেয়ে যোগাযোগ ও ভিকটিমকে উদ্ধারের চেষ্টা করে। প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব ঘটনার সত্যতা পায়। নানা তৎপরতার একপর্যায়ে তথ্য সংগ্রহ করে নারীকে টাকার বিনিময়ে দেশে ফিরিয়ে আনতে কয়েক মাসে ফাঁদ পেতে দালাল চক্রের ১০ জনকে গ্রেফতার করে র‌্যাব। সর্বশেষ গত বছরের ২৫ ডিসেম্বর খুলনার তেরখাদা উপজেলার শেখপুরা গ্রামের রকফান মোল্লার ছেলে আজগর মোল্লাকে র‌্যাব গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়। জবানবন্দীতে আসামিরা জানায়, মেয়েকে অপহরণ করে ভারতের পতিতালয়ে বিক্রি করা হয়েছে। এ ঘটনায় ঘাটাইল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয় আসামিদের বিরুদ্ধে। এরপর র‌্যাব-১২ মেয়েটিকে ফিরিয়ে আনতে সরকারী পর্যায়ে যোগাযোগ শুরু করে। এরই ধারাবাহিকতায় ভারতীয় পুলিশ ভিকটিমকে উদ্ধারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে ভারতের দিল্লীতে অবস্থান করা পাচারকারী দলের পলাতক সদস্যরা ভীত হয়ে মেয়েকে বেনাপোল সীমান্ত এলাকায় ভারত সীমান্তে ছেড়ে দিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় মেয়েকে ভারত থেকে ফেরত আনেন।
×