ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংসদে প্রশ্নোত্তর

গঙ্গা ব্যারাজ হলে ১২৩ নদীর পানি প্রবাহ অক্ষুণ্ন থাকবে

প্রকাশিত: ০৭:৫১, ৩০ জানুয়ারি ২০১৭

গঙ্গা ব্যারাজ হলে  ১২৩ নদীর  পানি প্রবাহ  অক্ষুণ্ন থাকবে

সংসদ রিপোর্টার ॥ গঙ্গা ব্যারাজ নির্মাণ হলে গঙ্গানির্ভর এলাকায় ১২৩টি আঞ্চলিক নদীতে পানি প্রবাহ অক্ষুণœ রাখাসহ সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজসম্পদ রক্ষার কাজে ব্যবহার হবে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে সরকারী দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নোত্তরে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। পানি সম্পদমন্ত্রী আরও জানান, বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের পানি সমস্যার সমাধানসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীসমূহে নাব্য সৃষ্টি, লবণাক্ততার পরিমাণ হ্রাস, গ্রাউন্ড ওয়াটারে রিচার্জ, বিদ্যুত উৎপাদন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ প্রতিবেশ ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সরকার গঙ্গা ব্যারাজ সমীক্ষা প্রকল্প গ্রহণ ও তা সমাপ্তকরণের মাধ্যমে গঙ্গা ব্যারাজ নির্মাণ প্রকল্পের প্রস্তুতি শুরু করেছে। ইতোমধ্যেই প্রকল্পের ডিপিপি প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশের প্রস্তাবিত গঙ্গা ব্যারাজের ভারতীয় অংশে প্রভাব নিরূপণের জন্য ৮ সদস্যের ভারতীয় কারিগরি দল ২০১৬ সালের ২৪-২৮ অক্টোবর বাংলাদেশ ভ্রমণ করে। বাংলাদেশ ও ভারতের কারিগরি দল কর্তৃক বাংলাদেশের প্রস্তাবিত গঙ্গা-পদ্মা ব্যারাজ প্রকল্পের সাইট পরিদর্শন ও ২৭ অক্টোবর বৈঠকের সিদ্ধান্ত অনুয়ায়ী বাংলাদেশের প্রস্তাবিত পদ্মা-গঙ্গা ব্যারাজ প্রকল্প সম্পর্কিত উভয় দেশের টেকনিক্যাল সাব-গ্রুপ ইতোমধ্যে গঠিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মন্ত্রী আরও জানান, টেকনিক্যাল সাব-গ্রুপের কার্যপরিধির বিষয়ে যৌথ নদী কমিশনের মাধ্যমে উভয় দেশের সদস্যদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। গঙ্গা ব্যারাজ নির্মিত হলে গঙ্গানির্ভর এলাকায় ১২৩টি আঞ্চলিক নদীতে পানি প্রবাহ অক্ষুণœ রাখা সম্ভব হবে। জলাধারের পানি প্রকল্প এলাকায় সারা বছর সেচ, মৎস্যসম্পদ উন্নয়ন, জলবিদ্যুত উৎপাদন, নৌ-পরিবহন লবণাক্ততা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা সমস্যা নিরসন এবং প্রকল্প এলাকায় প্রাকৃতিক ভারসাম্য পুনরুদ্ধারসহ সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজসম্পদ রক্ষার কাজে ব্যবহার হবে।
×