ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যেভাবে সার্চ কমিটি হয়েছে সেভাবেই নির্বাচন কমিশন হবে ॥ রিজভী

প্রকাশিত: ০৫:২৭, ৩০ জানুয়ারি ২০১৭

যেভাবে সার্চ কমিটি হয়েছে সেভাবেই নির্বাচন কমিশন হবে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ পরবর্তী নির্বাচন কমিশন গঠনে এক ব্যক্তির ইচ্ছার প্রতিফলন ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সার্চ কমিটি গঠনের বাটন ছিল প্রধানমন্ত্রীর হাতে। তাই এই সার্চ কমিটি নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন গঠন করতে পারবে না। যেভাবে সার্চ কমিটি গঠিত হয়েছে সেভাবেই নির্বাচন কমিশন গঠিত হবে। রামপাল বিদ্যুত প্রকল্প বিরোধীদের সমালোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, চট্টগ্রামে আইইবির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ‘যারা কয়লাভিত্তিক বিদ্যুত প্রকল্পের বিরোধিতা করছে, তাদের মানুষের জন্য কোন দুঃখ নাই। তাদের রয়েল বেঙ্গল টাইগারদের সঙ্গে দেখা করা উচিত।’ প্রধানমন্ত্রীর এই বক্তব্য বিশ্বের স্বৈরশাসকদের বক্তব্যেরই প্রতিধ্বনি। এটা জাতির জন্য অপমানজনক। আমরা বলতে চাই, শুধু প্রভুদের মন রক্ষায় সুন্দরবন ধ্বংসকারী এই প্রকল্প সরকার গায়ের জোরে এবং বিশ্ব জনমতকে উপেক্ষা করে স্থাপন করতে যাচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী রাশিয়ায় বাঘ সম্মেলনে কী দুনিয়ার তাবৎ বাঘকে নির্মূল করতে গিয়েছিলেন? রিজভী বলেন, অতীতে নির্বাচন কমিশন নিয়ে যে সংলাপ হয়েছে তার ফলাফল ছিল শূন্য। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার সময় সংসদীয় কমিটি বিভিন্ন রাজনৈতিক দল, দেশের বিশিষ্ট নাগরিক, সংবিধান বিশেষজ্ঞসহ খ্যাতিমান আইনজীবীদের মতামত গ্রহণ করেছিল। সেসময় কোন কোন আওয়ামী লীগের নেতা এবং সংসদ সদস্যসহ সকলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিপক্ষে মতামত দিয়েছিলেন। কিন্তু শুধু এক ব্যক্তির ইচ্ছার প্রতিফলন ঘটাতে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। একইভাবে বর্তমান নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রেও শুধু ওই এক ব্যক্তির ইচ্ছারই প্রতিফলন ঘটেছিল। বিএনপির মুখপাত্র বলেন, এবারও একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের পরও একতরফাভাবে সার্চ কমিটি গঠন করা হয়েছে। তাই পরবর্তী নির্বাচন কমিশন গঠনে যে এক ব্যক্তির ইচ্ছার প্রতিফলন ঘটবে না সেটির সম্ভাবনা উড়িয়ে দেয়ার কোন অবকাশ নেই। যেভাবে সরকারের প্রভাবিত ও আওয়ামী মনোভাবাপন্ন লোকদের দিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে তাতে তাদের মাধ্যমে একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন অসম্ভব। রামপালে বিদ্যুতকেন্দ্র স্থাপনে সরকারের ব্যাখ্যার সমালোচনা করে রিজভী বলেন, দেশের ৯৯ ভাগ জনগণ রামপালে বিদ্যুত প্রকল্প স্থাপনের ঘোর বিরোধী। বিশ্বের বিভিন্ন দেশে যারা কয়লা পুড়িয়ে বিদ্যুত প্রকল্প স্থাপন করেছিল তারা এখন এ ধরনের পরিবেশ বিধ্বংসী প্রকল্প থেকে সরে আসতে শুরু করেছে। কেবল তাই নয়, আমাদের প্রতিবেশী দেশও এ ধরনের প্রকল্প স্থাপন করতে দেয়নি। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, শনিবার সন্ধ্যায়ই আমরা সার্চ কমিটির চিঠি পেয়েছি। আমরা এ চিঠির কথা অবহিত করেছি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বিএনপি সার্চ কমিটির কাছে নাম পাঠাবে কি না দলের সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আজীজুল বারি হেলাল, আসাদুল করিম শাহীন, মুনির হোসেন প্রমুখ। যুবদলের বিক্ষোভ মিছিল ॥ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। রবিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নাইটেঙ্গেল মোড় থেকে শুরু করে পল্টন মোড়ে গিয়ে এ বিক্ষোভ মিছিল শেষ হয়। মিছিলে অংশ নেন যুবদলের সভাপতি সাইফুল আলম নীবর, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর প্রমুখ। ছাত্রদলের বিক্ষোভ মিছিল ॥ তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে রবিবার দুপুরে দৈনিক বাংলা মোড়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। তবে বিক্ষোভ মিছিলটি ফকিরাপুল মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের সহ-সভাপতি মামুনুর রশিদ, নাজমুল হাসান, আব্দুল ওয়াহাব, জহিরুল ইসলাম বিপ্লব, যুগ্ম সম্পাদক বায়েজিদ আরেফিন, নূরুল হুদা বাবু, শামছুল আলম রানা, ফয়েজ উল্লাহ ফয়েজ, সহ-সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, রবিউল ইসলাম রবি, বেলাল হোসেন, শাহাদাত হোসেন শাহাদাত প্রমুখ। আজ ২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক ॥ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দলগুলোর মহাসচিবদের বৈঠক আহ্বান করা হয়েছে। সোমবার বিকেল ৩টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে। মেহেরপুর জেলা বিএনপির কমিটি ঘোষণা ॥ সাবেক সাংসদ মাসুদ অরুণকে সভাপতি ও আমজাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে মেহেরপুর জেলা বিএনপির ৩২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে বিএনপির সহ-দফর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ কমিটিতে জাবেদ মাসুদ মিল্টনকে ১ম সহ-সভাপতি, জহিরুল ইসলাম বাবুকে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এবং রোমানা আহমেদকে ১ম সাংগঠনিক সম্পাদক করা হয়। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশক্রমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি অনুমোদন করেছেন বলে বিবৃতিতে জানানো হয়।
×