ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মানবিক ইস্যুতে অবদান বাংলাদেশকে আইসিআরসির ধন্যবাদ

প্রকাশিত: ০৪:১৬, ৩০ জানুয়ারি ২০১৭

মানবিক ইস্যুতে অবদান বাংলাদেশকে আইসিআরসির ধন্যবাদ

কূটনৈতিক রিপোর্টার ॥ আন্তর্জাতিক মানবিক আইন রক্ষা ও অগ্রগতিতে পদক্ষেপ নেয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)। বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে আইসিআরসি তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংস্থাটির গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠক করেন আইসিআরসি ঢাকা অফিসের প্রধান প্রতিনিধি ইখতিয়ার আসলানভ। এ সময় বাংলাদেশে আইসিআরসির বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার জন্য পররাষ্ট্রমন্ত্রী গভীর কৃতজ্ঞা প্রকাশ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আইসিআরসির মানবিক সহায়তা দেয়ার বিষয়টি স্মরণ করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে আইসিআরসি ভবিষ্যতেও সহিংসতা ও দুর্যোগের শিকার মানুষকে সহায়তা দেবে বলে তিনি আরও আশা প্রকাশ করেন। আন্তর্জাতিক মানবিক আইন রক্ষা ও অগ্রগতিতে পদক্ষেপ নেয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান আইসিআরসির প্রধান আসলানভ। বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন।
×