ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

প্রকাশিত: ০৫:২৪, ২৯ জানুয়ারি ২০১৭

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারা উপজেলার দেউলা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় সুজিত কুমার (৪৮) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। সুজিত কুমারের বাড়ি বাগমারা উপজেলার বড়বিহানালী গ্রামে। তিনি উপজেলার কনোপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। রাজশাহীর বাগমারা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আসাদুজ্জামান জানান, ছেলের সঙ্গে দেখা করে রাজশাহী থেকে সিএনজিচালিত অটোরিক্সায় বাগমারার ভবানীগঞ্জে আসছিলেন সুজিত কুমার। তাদের অটোরিক্সাটি উপজেলার দেউলা বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছলে নাটোর কোল্ড স্টোরেজের সামনে থেমে থাকা বাঁশবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিক্সাটি উল্টে যায়। গোপালগঞ্জে কার চালক নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ থেকে জনান, কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার-চালক নিহত ও ছাত্রলীগ নেতাসহ চার জন আহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীর মাজড়া চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রাইভেটকার-চালকের নাম ফরিদ শেখ (৩৫)। সে পিরোজপুর সদর উপজেলার নামাজপুর গ্রামের জলিল শেখের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত পিরোজপুর জেলা ছাত্রলীগ সভাপতি শুভ্রজিৎ হালদার (বাবু) ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম (মিঠু) সহ তিনজনকে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×