ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাপানে কৃষ্ণাদের মিশ্র সাফল্য

প্রকাশিত: ০৪:১২, ২৯ জানুয়ারি ২০১৭

জাপানে কৃষ্ণাদের মিশ্র সাফল্য

স্পোর্টস রিপোর্টার ॥ জাপান ফুটবল এ্যাসোসিয়েশনের (জেএফএ) ব্যবস্থাপনায় জাপানের ওসাকায় অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী ‘জে-গ্রিন সাকাই লেডিস ফেস্টিভ্যাল অনুর্ধ-১৫’ ফুটবল ফেস্টিভ্যাল। এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ অনুর্ধ-১৬ মহিলা ফুটবল দল। শনিবার ফেস্টিভ্যালে তিনটি ম্যাচ খেলে বাংলাদেশের মেয়েরা। তার একটিতে ড্র করেছে। একটিতে হেরেছে এবং জিতেছে একটিতে। ‘ডি’ গ্রুপে আজ বাংলাদেশ সময় সকাল ৭টায় এসি ইমাবারির বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ দল। এরপর সকাল ৯টায় সেরেজোর কাছে ০-২ গোলে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। সবশেষে সকাল ১০টা ৩৫ মিনিটে এনগু নাগোয়া এফসি লেডিসকে ২-১ গোলে হারায় কৃষ্ণাবাহিনী। বাংলাদেশের দুটি গোলই করে সিরাত জাহান স্বপ্না। প্রতিটি ম্যাচই হয় ৪০ মিনিটের (২০+২০)। বিরতি ছিল ৫ মিনিটের। এরপর নকআউট পর্বের ম্যাচে খেলবে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচসহ মোট ৭টি ম্যাচ খেলবে তারা। ‘জে-গ্রিন সাকাই লেডিস ফেস্টিভ্যাল’ শুরুর আগে একাডেমি সাকাই এর বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে জিতেছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এই ফেস্টিভ্যালে জাপানের ১৮টি দলের সঙ্গে অংশ নিয়েছে বাংলাদেশ ও থাইল্যান্ড অনুর্ধ-১৬ দল। গত বছর নিজেদের মাঠে ‘এএএফসি অনুর্ধ ১৬ চ্যাম্পিয়নশিপ’-এর বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনুর্ধ ১৬ জাতীয় মহিলা ফুটবল দল। এর ফলে তারা এ বছরের সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মূলপর্বের আসরে খেলার যোগ্যতা অর্জন করে। সেখানে শীর্ষ তিন দলের মধ্যে থাকতে পারলে উরুগুয়েতে অনুষ্ঠিতব্য ২০১৮ সালের ফিফা অনুর্ধ ১৭ মহিলা বিশ্বকাপের মূলপর্বে খেলতে পারবে বাংলাদেশের মেয়েরা। এই থাইল্যাল্ড পর্বে অবতীর্ণ হওয়ার আগে নিজেদের যাচাই ও শাণিত করতেই জাপানযাত্রা করে কৃষ্ণারা। টুর্নামেন্টটি অনুর্ধ ১৫ বছর বয়সীদের হলেও বাংলাদেশের দলটি অনুর্ধ ১৬ দল। মূলত জেএফএর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই বাংলাদেশ দলকে এই বিশেষ ছাড় দেয়া হয়েছে।
×