ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছয় কিমি মানববন্ধন

‘পদ্মা সেতুর মতো অপপ্রচার চালানো হচ্ছে’

প্রকাশিত: ০৬:০২, ২৭ জানুয়ারি ২০১৭

‘পদ্মা সেতুর মতো অপপ্রচার চালানো হচ্ছে’

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুত কেন্দ্র প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে ছয় কিলোমিটার সড়কজুড়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার বাবুরবাড়ি এলাকায় দক্ষিণাঞ্চল উন্নয়ন পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, উন্নয়নের স্বার্থে বিদ্যুতের কোন বিকল্প নেই। তাই রামপাল উপজেলার কৈর্গদাসকাঠি-সাপমারি মৌজায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি যৌথভাবে ১৭৩৪ একর জমির ওপর ১৩২০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। বৃহত্তর জনকল্যাণের স্বার্থে তা দ্রুত নির্মাণ করা প্রয়োজন। যারা দেশের উন্নয়ন চায় না তারাই পরিকল্পিতভাবে এই বিদ্যুত কেন্দ্রের বিরোধিতা করছে বলে অভিযোগ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন রামপাল-মংলার সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আবু সাইদ, মংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের ও রামপাল আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল ওহাব। সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক বিশ্বের বিভিন্ন দেশের কয়লাবিদ্যুত কেন্দ্রের উদাহরণ উল্লেখ করে বলেন, সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত রামপাল বিদ্যুতকেন্দ্র পরিবেশের বা সুন্দরবনের জীববৈচিত্র্যের কোন প্রকার ক্ষতি করবে না। কতিপয় পরিবেশবাদী ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। সরকার বার বার আহ্বান জানানো সত্ত্বেও এই বিদ্যুত কেন্দ্রের বিরোধিতাকারীরা আলোচনায় বসতে রাজি হননি। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক যেমন বিভ্রান্তি ছড়িয়েছিল, রামপাল বিদ্যুত কেন্দ্র নিয়ে ইউনেস্কো তেমন অপপ্রচারকারীদের সুরে সুর মিলিয়েছে। তিনি আরও বলেন, পদ্মা সেতুর মতো আন্তর্জাতিক ষড়যন্ত্রে বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি মহল এই মেগা উন্নয়ন প্রকল্পের বিরোধিতা করছে।
×