ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়া-পাকিস্তান শেষ ওয়ানডে আজ

প্রকাশিত: ০৬:২২, ২৬ জানুয়ারি ২০১৭

অস্ট্রেলিয়া-পাকিস্তান শেষ ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়া ও সফরকারী পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে আজ। ইতোমধ্যে ৩-১এ সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক অসিরা। স্টিভেন স্মিথদের জন্য ম্যাচটা তাই আনুষ্ঠানিকতার। অন্যদিকে আজহার আলির দল চাইবে সফরটা জয় দিয়ে শেষ করতে। ধারাবাহিক ব্যর্থতায় তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, ধারণা করা হচ্ছে এই সিরিজ শেষেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হবে। সুতরাং আনুষ্ঠানিকতার ম্যাচ হলেও অতিথিদের জন্য এটি আরও এক পরীক্ষা। সফরে তিন টেস্টের সিরিজে ‘হোয়াইটওয়াশ’ হয় মিসবাহ-উল হকের দল। ইনজুরির জন্য আজহার সব ওয়ানডে খেলতে পারেননি। তবে মেলবোর্নের দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ হাফিজের নেতৃত্বে দারুণ জয়ে ঘুরে দাঁড়িয়েছিল তারা। গত একযুগে অস্ট্রেলিয়ার মাটিতে সেটিই ছিল পাকিস্তানের প্রথম জয়। যদিও পরের দুই মাচে টানা হারে সেই ধারা ধরে রাখতে পারেনি। এ্যাডিলেড ওভালে আজ খেলা শুরু বাংলাদেশ সময় সকাল সোয়া নয়টায়। আজহারকে অধিনায়কের পদ থেকে অব্যাহতি দেয়া হবে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাত দিয়ে স্থানীয় সাংবাদ মাধ্যমে অনেকটা নিশ্চিত করা হয়েছে। আজহারকে আজ তাই যথেষ্ট চাপ নিয়ে নামতে হচ্ছে। সিরিজ হারলেও, জয় দিয়ে সফর শেষ করার ইচ্ছা পাকিস্তানের। তেমনটাই জানিয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম, ‘পুরো সফরটা আমাদের ভাল কাটেনি। তবে আমরা খুব পরিশ্রম করেছি। ভাগ্য আমাদের সহায় ছিল না। সফরের মাত্র একটি ম্যাচ বাকি আছে। জয় দিয়ে সফর শেষ করতে পারলে দারুণ হবে। সেই লক্ষ্যেই অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে খেলতে নামব আমরা।’ টেস্ট সিরিজে পাকিস্তানকে ‘হোয়াইটওয়াশের’ লজ্জা দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করে অস্ট্রেলিয়া। রঙিন পোশাকেও শুরুটা জয় দিয়ে করেছিল অসিরা। ৯২ রানের জয়ে সিরিজের শুভ সূচনা করে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয় ম্যাচে সিরিজে সমতা আনে পাকিস্তান। হাফিজের দারুণ ব্যাটিংয়ে ৬ উইকেটে জয় পায় সফরকারীরা। পরের দুই ওয়ানডেতে পাকিস্তানের উজ্জীবিত পারফর্মেন্স আর চোখেই পড়েনি। বিপরীতে পারফর্মেন্সে উজ্জ্বল অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ ও তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। তৃতীয় ম্যাচে স্মিথের অপরাজিত ১০৮ রানে ৭ উইকেটে এবং চতুর্থ ম্যাচে ওয়ার্নারের ১৩০ রানের কল্যাণে ৮৬ রানের জয়ে সিরিজ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। তাই আগের দুই ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে জয় দিয়ে সিরিজ শেষ করার ইচ্ছা পোষণ করেছেন অস্ট্রেলিয়ার মারমুখী ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি আমরা। সময়টা দারুণ যাচ্ছে এখন। পরপর দু’টি সিরিজ জিতেছি। পঞ্চম ওয়ানডে জিতে সিরিজের শেষটা ভালভাবে করাই প্রধান লক্ষ্য।’ অবিশ্বাস্য মৌসুম কাটিয়েছেন ওয়ার্নার, নিজের শেষ ১৩ ওয়ানডেতে হাঁকিয়েছেন ৬টি সেঞ্চুরি।
×