ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দু’এক দিনের মধ্যে সার্চ কমিটি

প্রকাশিত: ০৭:৫৩, ২৫ জানুয়ারি ২০১৭

দু’এক দিনের মধ্যে সার্চ কমিটি

বিশেষ প্রতিনিধি ॥ নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি ঘোষণা যে কোন মুহূর্তে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ধারাবাহিকভাবে ৩১টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে এই সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছেন। আজ অথবা আগামীকালের মধ্যেই এই সার্চ কমিটি গঠন সংক্রান্ত চূড়ান্ত চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে। বঙ্গভবন সূত্র জানায়, এবার সার্চ কমিটির সদস্য সংখ্যা গতবারের চেয়ে বাড়তে পারে। উচ্চ আদালতের দুজন বিচারপতি, সরকারী কর্মকমিশন ও মহাহিসাব নিরীক্ষকের বাইরেও একাধিক ব্যক্তি কমিটিতে থাকতে পারেন। এ বিষয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, দু’একদিনের মধ্যে সার্চ কমিটি গঠিত হতে যাচ্ছে। নতুন নির্বাচন কমিশন গঠনে আজ-কালের মধ্যেই এ সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। গত বারের মতো এবারও সার্চ কমিটি গঠনের পর এর সাচিবিক দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ। সার্চ কমিটি গঠনের কথা এর আগে আইনমন্ত্রী আনিসুল হক বললেও রাষ্ট্রপতির কার্যালয় থেকে মঙ্গলবারই প্রথম তা নিশ্চিত করা হলো। রাষ্ট্রপতি একটি আইনের অধীনে ইসি গঠন করবেন বলে সংবিধানে বলা হলেও সেই আইনটি এখনও হয়নি। আগের রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর একটি সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে মনোনীতদের নামের তালিকা থেকে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছিলেন। সেবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন চার সদস্যের সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দুজনের নাম প্রস্তাব করেছিলেন, তার মধ্য থেকে বেছে নেয়া হয়েছিল সাবেক আমলা কাজী রকিবকে। সার্চ কমিটির প্রস্তাব করা ১০টি নাম থেকে পাঁচজন নির্বাচন কমিশনার বেছে নিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি। কাজী রকিব নেতৃত্বাধীন সেই ইসি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মেয়াদ শেষ করবে। এরপর পাঁচ বছর মেয়াদী অনধিক পাঁচজন নিয়ে নতুন ইসি গঠন করতে হবে রাষ্ট্রপতিকে। আইন না হওয়ায় এবারও একই পদ্ধতিতে ইসি গঠন করতে যাচ্ছেন বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এ লক্ষ্যে তিনি সংলাপ করেছেন এবং রাজনৈতিক দলগুলো আশা করছে যে তিনি একটি গ্রহণযোগ্য ইসি গঠন করবেন।
×