ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিদ্যুত না থাকলেও

প্রকাশিত: ০৫:৫২, ২৫ জানুয়ারি ২০১৭

বিদ্যুত না থাকলেও

কেনিয়ার মধ্যাঞ্চলের বাসিন্দা স্ট্যানলি গিকোনিও। তিনি বলেন, স্যাটেলাইট টেলিভিশন তার জীবন পাল্টে দিয়েছে। তিনি এখন পুরো বিশ্বের সঙ্গে সংযুক্ত। কিন্তু যে বিষয়টি অতি বিস্ময়ের তা হলো, কেনিয়ার মধ্যাঞ্চল এমউইয়ায় তার বাড়িটি, যেখানে তিনি তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকেন। এ বাড়িতে কোন বিদ্যুত নেই। ওই অঞ্চলে তার মতো বহু মানুষের ঘরে বিদ্যুত নেই। কিন্তু গিকোনিওর টেলিভিশন চলছে পুরোদমে। তবে তা সৌরশক্তির সাহায্যে। তিনি নয়া সৌরশক্তির স্যাটেলাইট টিভি সার্ভিস আজুরি টিভির প্রথম দিককার একজন গ্রাহক। এ টিভি সার্ভিসের মাধ্যমে তার পরিবার ৫০টি চ্যানেল দেখতে পায়। গিকোনিও বলেন, এ পদ্ধতি তার জীবনকে ইতোমধ্যে সহজ করে দিয়েছে এবং তার খামার ব্যবসার নতুন দুয়ার উন্মুক্ত করেছে। গিকোনিওর একটি ছোট খামার রয়েছে। এতে সবজি ও পোল্ট্রি উৎপাদন হয়। কেনিয়ার অন্তত ৬৯ শতাংশ মানুষের প্রতিদিন টিভি দেখার সুযোগ ছিল না। গিকোনিও ছিলেন তাদের একজন। ব্রিটেনভিত্তিক সোলার কোম্পানি আজুরি টেকনোলজিস ও কেনিয়ার স্যাটেলাইট টিভি সরবরাহকারী প্রতিষ্ঠান জুকু গত ডিসেম্বরে কেনিয়ায় সোলার প্যানেল সার্ভিস চালু করে। তারা ভোক্তাদের বাড়ির ছাদে সৌর প্যানেল স্থাপন করে। এর মাধ্যমে কেনিয়ার বিদ্যুতহীন এলাকায় এখন বাতি জ্বলে, মোবাইল ফোনে চার্জ দেয়া হয় এবং ২৪ ইঞ্চির টিভিও চলে। গ্রাহকরা এ সেবার জন্য এ্যাডভান্স ফি হিসেবে প্রথমে ৩৯ পাউন্ড এবং পরে প্রতিদিন ১ দশমিক ১৫ পাউন্ড পরিশোধ করে। এম কোপা সোলার নামের একটি কোম্পানি গত পাঁচ বছরে পূর্ব আফ্রিকায় সৌরশক্তি নিয়ে কাজ করেছে। এ অঞ্চলের অন্তত পাঁচ লাখ পরিবার কোম্পানিটির পণ্য ব্যবহার করছে। এতে পাল্টে যাচ্ছে তাদের জীবনের গতিধারা। -বিবিসি
×