ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অধ্যাপক আনিসুজ্জামান এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ডি লিটে ভূষিত

প্রকাশিত: ০৫:৫০, ২৫ জানুয়ারি ২০১৭

অধ্যাপক আনিসুজ্জামান এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ডি লিটে ভূষিত

স্টাফ রিপোর্টার ॥ বরেণ্য শিক্ষাবিদ ও ঢাকা বিশ^বিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান ডি লিট উপাধিতে ভূষিত হয়েছেন। বাংলা একাডেমির সভাপতি এ শিক্ষাবিদকে পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ‘সাম্মানিক ডি লিট’ উপাধিতে ভূষিত করেছে। গত ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের আচার্য কেশরীনাথ ত্রিপাঠী অধ্যাপক আনিসুজ্জামানকে এ উপাধি প্রদান করেন। একই অনুষ্ঠানে ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, সঙ্গীতজ্ঞ প্রতুল মুখোপাধ্যায় এবং কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির পরিচালক অধ্যাপক ইন্দ্রনীল মান্নাকে এ সম্মান প্রদান করা হয়। অধ্যাপক আনিসুজ্জামান এর আগে রবীন্দ্রভারতী ও নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে সাম্মানিক ডি লিট লাভ করেছেন। শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ সম্মাননাও পেয়েছেন অধ্যাপক ড. আনিসুজ্জামান। অধ্যাপক আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ইমেরিটাস প্রফেসর। ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশপরগনা জেলার বসিরহাটে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। ১৯৬২ সালে তিনি পিএইচডি করেন। তার পিএইচডির অভিসন্দর্ভের বিষয় ছিল ‘ইংরেজ আমলের বাংলা সাহিত্যে বাঙালী মুসলমানের চিন্তাধারা (১৭৫৭-১৯১৮)’। ১৯৬৪ সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল ফেলো হিসেবে বৃত্তি পান। ১৯৬৯ সালের জুন মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের রিডার হিসেবে যোগ দেন। ১৯৮৫ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। তরুণ বয়সে তিনি রাষ্ট্রভাষা আন্দোলনে সম্পৃক্ত হন। ১৯৭১ সালে অংশ নেন মুক্তিযুদ্ধে। এছাড়া শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত গণআদালতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অধ্যাপক আনিসুজ্জামান দেশ-বিদেশে বিভিন্ন পদক ও পুরস্কার পেয়েছেন। এর মধ্যে আছেÑ একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, আনন্দ পুরস্কার ইত্যাদি।
×